একঝলক (৫ জানুয়ারি ২০২৬)

পাহাড়ে মেঘ আর রোদের লুকোচুরি। ফুরমোন, রাঙামাটি, ৫ জানুয়ারি
ছবি: সুপ্রিয় চাকমা
শীতে জবুথবু হয়ে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মগ্ন এক শিক্ষার্থী। উত্তম বানিয়াপাড়া, রংপুর, ৫ ডিসেম্বর
কুয়াশামাখা ভোরে লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। সিলেট-তামাবিল মহাসড়ক, খাদিমপাড়া, সিলেট, ৫ ডিসেম্বর
যমুনা নদীতে শিকার ধরার অপেক্ষায় মাছরাঙা পাখি । ধাপ, সারিয়াকান্দি, বগুড়া, ৫ জানুয়ারি
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দিয়েছে যানজট। দৌলতদিয়া ফেরিঘাট সড়ক, রাজবাড়ী, ৫ জানুয়ারি
জীবিকার তাগিদে কনকনে শীত উপেক্ষা করে মুরগির খাঁচা বিক্রি করতে বেরিয়েছেন এই ব্যক্তি। বুড়াইল, রংপুর, ৫ ডিসেম্বর
শীতের সকালে চাদরে মুড়ে সন্তানকে বিদ্যালয়ে নিয়ে যাচ্ছেন তিনি। বয়রা, খুলনা, ৫ জানুয়ারি
সিলেটে কয়েক দিন ধরে ঘন কুয়াশার সঙ্গে শীতের প্রকোপ বেড়েই চলেছে। হিমশীতল বাতাস ও ঠান্ডা থেকে রেহাই পেতে কম্বল মুড়িয়ে সড়কের পাশে বসে আছেন এক প্রবীণ। আরামবাগ, সিলেট, ৫ জানুয়ারি
ভ্যানে করে ফুলের চারা বিক্রি করতে বেরিয়েছেন এক বিক্রেতা। ইসলামপুর, সিলেট, ৫ ডিসেম্বর
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার পর গত ৩১ ডিসেম্বরের জুনিয়র বৃত্তি পরীক্ষা স্থগিত হয়েছিল। সেই পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়। গোয়ালচামট সারদা সুন্দরী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র, ফরিদপুর, ৫ জানুয়ারি
হাড়কাঁপানো শীতে আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজ। বয়রা, খুলনা, ৫ জানুয়ারি
উত্তরের জেলাগুলোয় শীতের প্রকোপ বেড়েই চলেছে। পাবনার ওপর দিয়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। এর মধ্যেই জীবিকার তাগিদে কাজে বের হতে হয় কর্মজীবী মানুষদের। মনোহরপুর, পাবনা-ঈশ্বরদী মহাসড়ক, পাবনা, ৫ জানুয়ারি
নার্সারিতে ফুটে রয়েছে নানা রঙের ফুল। ইসলামপুর, নগর সিলেট, ৫ ডিসেম্বর
পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা মৃদু শৈত্যপ্রবাহ। এমন ঠান্ডার মধ্যেই কাজ শেষে ফিরছেন এক কর্মজীবী। বয়রা কাশিনাথপুর, পাবনা, ৫ জানুয়ারি
বিক্রির জন্য ডিঙিনৌকায় করে বাঁশ নিয়ে বাজারের পথে। বাঁকছড়ি, রাঙামাটি, ৫ জানুয়ারি
তীব্র ঠান্ডার মধ্যেও ঘর না থেকে বেরিয়ে উপায় নেই দিনমজুরদের। পঞ্চবটী, রাজশাহী, ৫ জানুয়ারি
ফুলের ওপর উড়ে এসে বসেছে ছোট্ট পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ৫ জানুয়ারি
এই ঠান্ডায় গবাদিপশু নিয়ে বিপাকে গৃহকর্তা। শেখপাড়া, রংপুর, ৫ ডিসেম্বর
যমুনার চরে বোরো ধানের চারা রোপণে ব্যস্ত তাঁরা। চর বাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ৫ জানুয়ারি
শীত মৌসুমে খেজুরের রসের বেশ চাহিদা। গাছ থেকে রস সংগ্রহ করে বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন মো. ইউনুস। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৫ জানুয়ারি
চরের বুকে সাইকেলে করে নানা পণ্য বিক্রি করতে বেরিয়েছেন ফেরিওয়ালা। চর বাটিয়া, সারিয়াকান্দি, বগুড়া, ৫ জানুয়ারি
শীতে জবুথবু হয়ে গাছের ডালে বসে আছে পাখির ঝাঁক। আটিগ্রাম, মানিকগঞ্জ, ৫ জানুয়ারি
নীলকাঁটা ফুল। সবাই এই ফুলকে ‘বনফুল’ নামে চেনে। খেতের ধারে ফুটে আছে। পালপাড়া, কুমিল্লা, ৫ জানুযারি
জমিতে মই দেওয়া শেষে বাড়িতে ফিরছেন এক কৃষক। নিকলী, কিশোরগঞ্জ, ৫ জানুয়ারি
শব্দদূষণের প্রতিবাদে র‍্যালি শেষে সমাবেশ করে গ্রিন ভয়েস নামের একটি সংগঠন। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৫ জানুয়ারি
পাহাড়ের জুম থেকে কাঁচা হলুদ সংগ্রহ করছেন এক নারী। লুলাইন পাড়া, বান্দরবান, ৫ জানুয়ারি