রাজনৈতিক সমাবেশের জন্য মাইক লাগানোর প্রস্তুতি। সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, ২৭ সেপ্টেম্বরসেতুর ওপর থেকে পানিতে ঝাঁপ দিয়ে দুরন্তপনায় মেতেছে দুই কিশোর। পাকুড়িয়া, গঙ্গাচড়া, রংপুর, ২৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
বৃষ্টির দিনে ঘরের দাওয়ায় বসে টুপি সেলাই করছেন গৃহিণী। নকশাভেদে একটি টুপি সেলাই করে ৭০০ থেকে ১ হাজার টাকা পান তিনি। সময় লাগে ৫ থেকে ৭ দিন। উত্তর পানাপুকুর, গঙ্গাচড়া, রংপুর, ২৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
জুম পাহাড়ে উৎপাদিত মিষ্টিকুমড়া। প্রতি মণ ৮০০ টাকায় কিনে নিচ্ছেন ব্যবসায়ী। চিম্বুক, বান্দরবান, ২৭ সেপ্টেম্বরনিজের তৈরি করা বাঁশের গৃহস্থালি পণ্য ফেরি করছেন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সুজন কুমার দাস। মনোহর, রংপুর, ২৭ সেপ্টেম্বরলেপ-তোশকের কারখানায় দরজির কাজ করেন বিউটি বেগম। প্রতিদিন তাঁর আয় ৫০০ থেকে ৬০০ টাকা। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বরছেলে আবদুল্লাহকে সঙ্গে নিয়ে বিল থেকে শাপলা তুলে বাড়ি ফিরছেন কৃষক জলিল শেখ। আলালপুর, কৈজুরী, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর