একঝলক (৫ নভেম্বর ২০২৫)

হেমন্তের সকালে আকাশে পেঁজা তুলার মতো মেঘ জমেছে। এমন স্নিগ্ধ সকালে নাতনিকে নিয়ে খেলায় মেতেছেন গৃহকর্ত্রী। বাহাদুরসিং, রংপুর, ৫ নভেম্বর
ছবি: মঈনুল ইসলাম
উত্তর জনপদে হেমন্তেই শুরু হয়েছে শীতের আমেজ। তাই গ্রামের পথে পথে এখন ভাপা পিঠা বিক্রি করছেন নারীরা। হারাটি, রংপুর, ৫ নভেম্বর
নয়ানী গ্রামের সরকারি এই পুকুর থেকেই চারটি গ্রামের মানুষ প্রতিদিন খাওয়ার পানি সংগ্রহ করেন। সাদা পদ্মফুলে ভরা এই পুকুরই লবণাক্ত উপকূলের মানুষের একমাত্র মিঠাপানির ভরসা। কয়রা, খুলনা, ৫ নভেম্বর
অলকানন্দা ফুলকে শোভাবর্ধন করেছে ঝোড়োবৃষ্টির ফোঁটা। বগা পড়া, কাউখালী, রাঙামাটি, ৫ নভেম্বর
খাবারের খোঁজে বিদ্যুতের তারে বসে আছে বুলবুলি। জুনুমাছড়া ঘাগড়া, রাঙামাটি, ৫ নভেম্বর।ছবি: সুপ্রিয় চাকমা
কচুরিপানার পাতায় উড়ে বসেছে ফড়িং। পায়গ্রাম কসবা, ফুলতলা, খুলনা, ৫ নভেম্বর
জলাশয়ে ভেসে বেড়াচ্ছে রাজহাঁস। উত্তরডিহি, ফুলতলা, খুলনা, ৫ নভেম্বর
হেমন্তের সকালে দূর্বা ঘাসের ডগায় শিশিরবিন্দু চিকচিক করছে। শেখপাড়া, রংপুর, ৫ নভেম্বর
বিদ্যুতের তারে বসে আছে এক জোড়া ঘুঘু পাখি। সাতখামাইর, শ্রীপুর, গাজীপুর, ৫ নভেম্বর
গোমতী নদীতে জাল ফেলে চিংড়িসহ দেশি মাছ ধরছেন এই মৎস্যজীবী। হাসনাবাদ, দাউদকান্দি, কুমিল্লা, ৫ নভেম্বর
সকালে গাছতলা থেকে কুড়িয়ে আনা শিউলি ফুল দিয়ে মালা গাঁথছে এই শিশু। চর শিবরামপুর, পাবনা, ৫ নভেম্বর
খেত থেকে পটোল তুলছেন এই চাষি। চর ঘোষপুর, পাবনা, ৫ নভেম্বর
রাস পূজা উপলক্ষে কুয়াকাটা সমুদ্রসৈকতে হিন্দু নারীরা ধর্মীয় আচার পালন করছেন। কুয়াকাটা, পটুয়াখালী, ৫ নভেম্বর
বটগাছে প্রচুর ফল ধরেছে। বটফল খেতে বেড়েছে পাখি ও বাদুড়ের আনাগোনা। গোলাবাড়ী, কুমিল্লা, ৫ নভেম্বর
গ্রামীণ অঞ্চলে শীত পড়তে শুরু করেছে। খেজুরের রস আহরণ করছেন গাছিরা। রঘুনন্দনপুর, ফরিদপুর, ৫ নভেম্বর
নার্সারি থেকে ফল ও ফুল গাছের চারা পাইকারি কিনে পাড়া-মহল্লা ঘুরে বিক্রি করেন ইদ্রিস খন্দকার। বেজেরডাঙ্গা, ফুলতলা, খুলনা, ৫ অক্টোবর
শিশুসন্তানকে বিদ্যালয়ে দিয়ে হস্তশিল্পের কাজ করছেন এক অভিভাবক। মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বর, ফরিদপুর, ৫ নভেম্বর
বাড়ির পাশে সড়কের ধারে মুঠোফোনে কার্টুন দেখছে তিন শিশু। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ৫ নভেম্বর