একঝলক (২৬ নভেম্বর ২০২৫)

ফুটেছে গোলাপি রঙের অর্কিড কাঞ্চন ফুল। রাঙাদ্বীপ, কাটাছড়ি, রাঙামাটি, ২৬ নভেম্বর
ছবি: সুপ্রিয় চাকমা
সাংস্কৃতিক ইউনিয়নের আয়োজিত নবান্ন উৎসবে ফটোবুথে ছবি তুলছেন শিক্ষার্থীরা। কবি জীবনানন্দ মুক্তমঞ্চ, সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল, ২৬ নভেম্বর
ডিঙিনৌকা ভাসিয়ে কাপ্তাই হ্রদে মাছ ধরছেন তিনি। কাটাছড়ি, রাঙামাটি, ২৬ নভেম্বর
কলমি ফুলে বসেছে বর্ণিল প্রজাপতি। দেবীতলা, বটিয়াঘাটা, খুলনা, ২৬ নভেম্বর
শীতের সকালে গরম কাপড় পরে বিদ্যালয়ে এসে খেলছে শিশুটি। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৬ নভেম্বর
কাটা ধান মাথায় নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। খরনা লাদুর পুকুর, শাজাহানপুর, বগুড়া, ২৬ নভেম্বর
দূরদূরান্তের চরের জমি থেকে আমন ধান কেটে ঘোড়ার ও মহিষের গাড়িতে আনা হচ্ছে। গঙ্গাচড়া, রংপুর, ২৬ নভেম্বর
রস সংগ্রহের জন্য খেজুরগাছ কাটার আগে বাটালে ধার দিয়ে নিচ্ছেন গাছি। শাজাহানপুর, বগুড়া, ২৬ নভেম্বর
তিস্তার চরে এখন মিষ্টিকুমড়া চাষ শুরু হয়েছে। খেতে পানি দিতে দীর্ঘপথ পাড়ি দিয়ে এভাবে সেচযন্ত্র নিয়ে যাচ্ছেন এক তরুণ। ছালাপাক, রংপুর, ২৬ নভেম্বর
ভোরবেলায় ধানখেতের পাশে গরু চরাতে এসেছেন রাখাল। চক্রাখালী, বটিয়াঘাটা, খুলনা, ২৬ নভেম্বর
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে সারা দেশের মতো ঢাকায়ও শুরু হয়েছে প্রাণিসম্পদ প্রদর্শনী। পুরোনো বাণিজ্য মেলা মাঠ, শেরেবাংলা নগর, ঢাকা, ২৬ নভেম্বর
শুষ্ক মৌসুমে কচুরিপানার মধ্যে পড়ে আছে নৌকাটি। শ্রীরায়েরচর, দাউদকান্দি, কুমিল্লা, ২৬ নভেম্বর
তিস্তার চরে আবাদ করা ধান কাটার পর ঘোড়ার গাড়িতে করে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষক। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২৬ নভেম্বর