থোকায় থোকায় ফুটে আছে বসন্তের ফুল নীলমণি লতা। এ ফুলের বৈজ্ঞানিক নাম ‘পেটরিয়া ভোলুবিলিস’ (Petrea volubilis)। তঞ্চঙ্গ্যা পাড়ার লিচুবাগান, রাঙামাটি, ৩ মার্চ
জবা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত এক প্রজাপতি। কটিয়াদী, কিশোরগঞ্জ, ৩ মার্চ
বিজ্ঞাপন
খাবারের খোঁজে উড়ে যাচ্ছে টিয়া পাখির ঝাঁক। বাঁক ছড়ি টিলা, রাঙামাটি, ৩ মার্চ
বিজ্ঞাপন
এখন তরমুজের ভরা মৌসুম। বিভিন্ন এলাকা থেকে চাষিরা নদীপথে রাঙামাটি শহরের বনরূপা বাজারের সমতা ঘাটে তরমুজ নিয়ে এসেছেন বিক্রির জন্য। বনরূপা, রাঙামাটি, ৩ মার্চসূর্যমুখী ফুলে মৌমাছি। খুলনা বিশ্ববিদ্যালয়, ৩ মার্চখেত থেকে তুলে আনা কাঁচা হলুদ সেদ্ধ করছেন এক ব্যক্তি। জামছড়ি, বান্দরবান, ৩ মার্চযন্ত্রের সাহায্যে খেতের পাশেই আখ মাড়াই করে রস বের করা হচ্ছে। এরপর চাতালে রস জ্বাল দিয়ে তৈরি হবে গুড়। রমজান মাসে শরবতের জন্য আখের গুড়ের চাহিদা বেড়ে গেছে। গাজীপুর, বাবুগঞ্জ, বরিশাল, ৩ মার্চগবাদিপশুর জন্য চর থেকে ঘাস কেটে বাড়িতে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। চরাইচা, শায়েস্তাবাদ, বরিশাল, ৩ মার্চফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ বিষয়ে রাজধানীতে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে এই প্রচার চলবে ১২ মার্চ পর্যন্ত। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৩ মার্চপ্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির গাড়ি থেকে পণ্য কিনে ফিরছেন সাধারণ মানুষ। খামারবাড়ি, ঢাকা ৩ মার্চস্বল্প আয়ে টিসিবির পণ্য কিনতে ট্রাকের সামনে নিম্ন আয়ের মানুষের ভিড়। দুপুরের রোদে পণ্য কিনতে অনেক সময় তাদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়আলু তোলা শেষে সেই জমিতে বোরো রোপণ করতে জমি তৈরি করছেন চাষিরা। চণ্ডীপুর, কাউনিয়া, রংপুর, ৩ মার্চবিদ্যালয় বন্ধ বলে সকাল থেকেই দুরন্তপনায় মেতে ওঠে শিশুর দল। এক ফাঁকে সেচযন্ত্রের পানিতে শিশুদের দুষ্টুমি। বল্লভবিষু, কাউনিয়া, রংপুর। ৩ মার্চচরাঞ্চল থেকে গবাদিপশুর জন্য সংগ্রহ করেছেন তাজা ঘাস। পরে তা নৌকা বয়ে পদ্মা নদী পাড়ি দিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক দম্পতি। সাদিপুর, আলিয়াবাদ, ফরিদপুর, ২ মার্চবাংলায় ফলটির নাম চুকাই বা চুকুর। বিভিন্ন অঞ্চলে এটি মেসতা বা মেসতা গোলা নামেও পরিচিত। ভিটামিনসমৃদ্ধ ও ভেষজ ভরা এই ফলের কদর দিন দিনই বাড়ছে। বাণিজ্যিকভাবেও এর চাষ শুরু হয়েছে। এটি বর্ষজীবী উদ্ভিদ। শুভপুর, কুমিল্লা, ২ মার্চপবিত্র রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ হিসেবে মুড়ির চাহিদা বেড়ে যায়। ঈশ্বরদী উপজেলা থেকে জেলা শহরে মুড়ি আনা হচ্ছে বিক্রির জন্য। প্রতি কেজি মুড়ি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। গোপালপুর, পাবনা, ৩ মার্চগাছের ডালে বসে বিশ্রাম নিচ্ছে একটি চড়ুই পাখি। কাটাছড়ি, রাঙামাটি, ৩ মার্চবাজারে এখন বাহারি পাঁপড় দেখা যায়। রমজান উপলক্ষে এসব পাঁপড় মানভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ৪০০ টাকায়। বড় বাজার, পাবনা, ৩ মার্চসিলেটের সুরমা নদীর শাখা কুশিগাঙ। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও বর্তমান সময়ে পানি শুকিয়ে অলস পড়ে আছে নৌকা। কুশিঘাট, সিলেট, ৩ মার্চসিলেট নগরের কুশিঘাট এলাকায় সুরমা নদীর পাড়ে তৈরি হয়েছে নতুন হাঁটার পথ। সেই পথ ধরে স্কুল থেকে বাড়ি ফিরছে শিশুরা। কুশিঘাট, সিলেট, ৩ মার্চসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফল বাতিলসংক্রান্ত হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এই খবরে নিয়োগের সুপারিশ পাওয়া আন্দোলনরত ব্যক্তিদের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়ে। এ সময় অনেকের চোখে ছিল খুশির জল। শাহবাগ, ঢাকা, ৩ মার্চবাদামতলী ফলের আড়ত থেকে নৌপথে ট্রলার ভর্তি করে ফল যাচ্ছে দেশের বিভিন্ন স্থানের খুচরা বাজারে। বাদামতলী ঘাট, ঢাকা, ৩ মার্চ