শুকনা ডালে বসে আছে ফড়িং। ক্যামলং, বান্দরবান, ২ জুলাইযানজটের ভোগান্তিতে নগরবাসী। সিটি পয়েন্ট, সিলেট, ২ জুলাইবিক্রির জন্য ভ্যানে রাখা হচ্ছে ডাব। আকারভেদে ১০০ থেকে ১৩০ টাকায় প্রতিটি ডাব বিক্রি করেন বিক্রেতা। হেলাতলা, খুলনা, ২ জুলাইব্রহ্মপুত্র নদের তীরে অপেক্ষমাণ পালতোলা নৌকা। জয়নুল আবেদিন উদ্যান এলাকা, ময়মনসিংহ, ২ জুলাই
বিজ্ঞাপন
পদ্মা নদীতে মই জাল টেনে মাছ ধরছেন দুই জেলে। পালডাঙ্গী, ফরিদপুর, ১ জুলাইরাজবাড়ীর দৌলতদিয়ায় ঢাকা–খুলনা মহাসড়কের প্রায় দুই কিলোমিটার এলাকা বেহাল হয়ে আছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ–সংলগ্ন এলাকায় মহাসড়কের পাশে প্রায় ২০ ফুট জায়গা এভাবে ধসে পড়ায় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছে। দৌলতদিয়া, রাজবাড়ী, ২ জুলাই
বিজ্ঞাপন
বর্ষাকালে নিরাপদে থাকতে নতুন বাসা তৈরি করছে বাবুই পাখি। টেপুরাকান্দি, ফরিদপুর, ১ জুলাইসন্ধ্যায় হাঁসের ঝাঁক সারিবদ্ধ হয়ে খামারে ফিরছে। ধনেশ্বর দিঘি, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২ জুলাইনিজের বাগান থেকে ড্রাগন ফল সংগ্রহ করছেন চাষি। ভাঙ্গামুড়া, বান্দরবান, ২ জুলাইআজ বুধবার দুপুরের পর থেকে বৃষ্টিতে গরম কমেছে। সোসাইটি হল মোড়, খুলনা, ২ জুলাইসরালি পাখির কিচিরমিচিরে মুখর রাঙামাটি উন্নয়ন বোর্ডের পুকুর এলাকা। কাঁঠালতলি, রাঙামাটি, ২ জুলাইবড় ঘুড়ি তৈরি করে আকাশে ওড়ানোর জন্য ফাঁকা মাঠে যাচ্ছে দুই কিশোর। মমিনপুর, রংপুর, ২ জুলাইবাঁশকোড়ল পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জনপ্রিয় সবজি। এই কোড়ল বিক্রি হচ্ছে। বনরূপা, রাঙামাটি, ২ জুলাইবর্ষা মৌসুমে বেড়েছে ছাতার প্রয়োজনীয়তা। গ্রামের পথের এক পাশে বসে ছাতা মেরামত করছেন এক কারিগর। সর্দারপাড়া, রংপুর, ২ জুলাই যন্ত্রের সাহায্যে জমি চাষ করছেন কৃষক। ডলুপাড়া, বান্দরবান, ২ জুলাইপাবনা শহরের প্রবেশপথ ও অন্যতম প্রধান সড়ক মোজাহিদ ক্লাব থেকে আতাইকুলা রোড চলাচলের উপযুক্ত করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আতাইকুলা রোড, শালগাড়িয়া, পাবনা, ২ জুলাইকুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে নৌকার হাট বসে। হাটে বিক্রির জন্য ভ্যান থেকে নৌকা নামাচ্ছেন ব্যবসায়ীরা। মুরাদনগর, কুমিল্লা, ২ জুলাইবগুড়ার সরকারি আজিজুল হক কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মিলন মাহমুদ ও সুবর্ণ হোসেন ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে কলেজ চত্বরে চুরি–ফিতা বিক্রির ব্যবসায় নেমেছেন। বিক্রি ভালো হওয়ায় বেশ আশাবাদী তাঁরা। সরকারি আজিজুল হক কলেজ চত্বর, বগুড়া, ২ জুলাইগাড়ির পুরোনো টিউব নিয়ে পুকুরের নাইতে নেমেছে তিন শিশু। রৌহা, করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ২ জুলাইবিআরটিএর অভিযানে নিয়ম লঙ্ঘনের জন্য মোটরসাইকেলচালকদের জরিমানা করা হচ্ছে। সাতমসজিদ রোড, ঢাকা, ২ জুলাই