খুলনার পাইকারি বাজার বড় বাজার থেকে মালামাল কিনে ট্রলারে তুলছেন শ্রমিকেরা। বড় বাজার, নিমতলা ঘাট, খুলনা, ৩ সেপ্টেম্বরবিলের পানি কমতে শুরু করেছে, অল্প পানিতে পাওয়া যাচ্ছে টাকি, নলা, পুঁটিসহ বিভিন্ন প্রজাতির মাছ। মধ্য নরসিংপুর, নারায়ণগঞ্জ, ৩ সেপ্টেম্বরমেশিনে ইট ভাঙার পর তা বিক্রির জন্য স্তূপ করে রাখা হচ্ছে। মিরেরচক, সিলেট, ৩ সেপ্টেম্বরবৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় বাইপাইল থেকে আবদুল্লাহপুর সড়ক। জমে থাকা বৃষ্টির পানিতে চরম ভোগান্তিতে পড়তে হয় এ সড়ক ব্যবহারকারীদের। জামগড়া, আশুলিয়া, সাভার, ৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
সুরমা নদীতে মাছ শিকারের জন্য জাল পেতে বসে আছেন মৎস্যজীবী। নৌকায় করে মাছ ধরতে যাচ্ছেন আরও দুজন। কুশিঘাট, সিলেট, ৩ সেপ্টেম্বরগোমতী নদীর ক্রমাগত ভাঙনে নিঃস্ব হয়ে পড়ছেন অনেক পরিবার। নারান্দিয়া, দাউদকান্দি, কুমিল্লা, ৩ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
জলাবদ্ধতার মধ্যে শিশুকে কাঁধে বসিয়ে পানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক ব্যক্তি। স্বল্পপেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৩ সেপ্টেম্বরকামরাঙাগাছে ফুল ফুটেছে, মধু আহরণে মত্ত প্রজাপতি। তেলকুপি, গাবতলী, বগুড়া, ৩ সেপ্টেম্বরআকাশে মেঘ দেখে তড়িঘড়ি করে শুকাতে দেওয়া ধান সরিয়ে নিচ্ছেন চাতালের শ্রমিকেরা। দেউতি, পীরগাছা, রংপুর, ৩ সেপ্টেম্বরদিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, আকাশে সূর্যের দেখা নেই। বৃষ্টিতে টিকিট কেটে বড়শি দিয়ে মাছ শিকারে করছেন শৌখিন মাছশিকারিরা। কর্ণপুর, শ্রীপুর, গাজীপুর, ৩ সেপ্টেম্বরবৃষ্টির মধ্যে ছাতা মাথায় বিদ্যালয়ে ছুটছে দুই শিশুশিক্ষার্থী। বড়দরগা, পীরগাছা, ৩ সেপ্টেম্বরবৃষ্টিতে দুর্ভোগ আর বিড়ম্বনা নিয়ে চলছেন কর্মজীবী মানুষ। ভাঙা রাস্তার মোড়, গোয়ালচামট, ফরিদপুর, ৩ সেপ্টেম্বরখুলনার ভৈরব নদে বিভিন্ন রাসায়নিক দ্রব্যের ড্রাম ধোয়া হচ্ছে। বড় বাজার, খুলনা, ৩ সেপ্টেম্বরলোনাপানির কুমিরটিকে ‘পাখির স্বর্গ’ রিসোর্টের দর্শনার্থীদের আকৃষ্ট করতে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল। বন বিভাগের কর্মচারীরা সে খবর পেয়ে তাঁদের তত্ত্বাবধানে কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। নীলেপাড়া, গাজীপুর, ৩ সেপ্টেম্বরগুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে টিসিবির পণ্যের জন্য মানুষের অপেক্ষা। কামালকাছনা, রংপুর, ৩ সেপ্টেম্বরবিলপারে নির্মাণাধীন ভবনের পিলারের ওপর বসে বড়শি দিয়ে মাছ শিকার করছে দুই শিশু। চর কৃষ্ণপুর, অম্বিকাপুর, ফরিদপুর, ৩ সেপ্টেম্বরঢালাইয়ের কাজে ব্যবহারের জন্য রড দিয়ে বিভিন্ন কাঠামো বানানো হচ্ছে। হাটখোলা, বরিশাল, ৩ সেপ্টেম্বরড্রামে বরফ দিয়ে মাছ রেখে সারা দেশে সরবরাহের জন্য প্রস্তুত করা হচ্ছে। ফিশারি ঘাট, রাঙামাটি, ৩ সেপ্টেম্বর