ফুলের নাগাল পেতে পিঁপড়ার চেষ্টা। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুলাইখাবারের খোঁজে একটি লাল ঝুঁটিওয়ালা মোরগ। মিঠাপুকুর, রংপুর, ৬ জুলাই
বিজ্ঞাপন
জলের ধারে একটি হাঁস। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুলাই
বিজ্ঞাপন
রামবুটামবাগানের ফলন ঘুরে দেখছেন রাঙামাটি হর্টিকালচার পার্কের উপসহকারী কৃষি কর্মকর্তা। বন্দুকভাঙা, রাঙামাটি, ৭ জুলাইজ্বালানি হিসেবে ব্যবহারের জন্য ভুট্টার শুকনা ডাল নিয়ে ঘরে ফিরছেন এক নারী। মুরাদনগর, কুমিল্লা, ৭ জুলাইগ্রামের পথে ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করছেন একজন বিক্রেতা। নবুগ্রাম, নর্থ চ্যানেল, ফরিদপুর, ৬ জুলাইবর্ষাকালে বিল–বাঁওড়ে ভাসানোর জন্য নৌকা কিনে নছিমনে করে বাড়ি নিয়ে যাচ্ছেন একজন। গোয়ালচামট, ফরিদপুর, ৭ জুলাইধান রোপণের আগে জমি সমান করছেন কৃষক। চণ্ডীপুর, কাউনিয়া, রংপুর, ৭ জুলাইহাটে বিক্রির জন্য আনা বাদাম স্তূপ করে রাখা হয়েছে। কাউনিয়া, রংপুর, ৭ জুলাইরেললাইনের পাশে উঁচু জমিতে ঘাস খাওয়ার জন্য ছাড়া হয়েছে গরুর পাল। জলমা, বটিয়াঘাটা, খুলনা, ৭ জুলাইরেলসেতুতে সাধারণের চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ। তবু ঝুঁকি নিয়ে চলাচল করেন অনেকেই। কাউনিয়া, রংপুর, ৭ জুলাইসিলেটের বিমানবন্দর-বাইশটিলার ভাঙাচোরা সড়কে জমেছে বৃষ্টির পানি। সেই পানিতে গা ভিজিয়ে নিচ্ছে হাঁসগুলো। বিমানবন্দর এলাকা, সিলেট, ৭ জুলাইসকালবেলা শুকনা স্থানে বসে ইট ভাঙার কাজে ব্যস্ত এক শ্রমিক। বাউয়ারকান্দি, সিলেট, ৭ জুলাইঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটির আদলে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতির দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। সদর রোড, বরিশাল, ৭ জুলাইবঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। এর ফলে নদ–নদীতে পানি বেড়েছে। আড়িয়াল খাঁ নদের তীরের চরে ঘাস খাওয়ানোর জন্য গরু বেঁধে রাখা হয়েছিল, কিন্তু নদের পানি বৃদ্ধি পাওয়ায় চর প্লাবিত হয়েছে। গরু ও একটি বাছুর পানির মধ্যে দাঁড়িয়ে আছে। তালতলী সেতু, শায়েস্তাবাদ, বরিশাল, ৭ জুলাইকুমিল্লা নগরের নজরুল অ্যাভিনিউ এলাকায় বেহাল কান্দিরপাড়-ধর্মপুর সড়ক। গর্তগুলো ভরে রয়েছে নালার ময়লা ও বৃষ্টির পানিতে। নজরুল অ্যাভিনিউ, কুমিল্লা, ৭ জুলাইকুমিল্লার মুরাদনগর, বরিশাল, ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায় নারী-শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করে সামাজিক প্রতিরোধ কমিটি বরিশাল। অশ্বিনী কুমার হল চত্বর, বরিশাল, ৭ জুলাইসড়কের পাশ ধরে বই নিয়ে সকালে একসঙ্গে বিদ্যালয়ে যাচ্ছে শিশুরা। চামাউড়াকান্দি, সিলেট, ৭ জুলাইহাওরে উড়াল জাল ফেলছেন এক মৎস্যশিকারি, এই জালে ছোট মাছ ধরা পড়ে বেশি। চামাউড়াকান্দি হাওর, সিলেট, ৭ জুলাই