প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। এ অবস্থায় একটু স্বস্তি পেতে কাপ্তাই হ্রদে নেমেছেন এক তরুণ। কেরানী পার্ক, রাঙামাটি, ৬ এপ্রিললাল মাথা, হলদে গলা ও সবুজ পালক বসন্তবাউরি পাখিটি পাকুড় ফল খেতে এসেছে গাছে। সাধারণত এরা জোরগলায় দীর্ঘক্ষণ ধরে ডাকে কুটুররুক...শব্দে। প্রজননের সময়ে প্রায় বিরতিহীনভাবে সারা দিন ডাকে। স্বর্গপুর বন ভাবনাকেন্দ্র, রাঙামাটি, ৬ এপ্রিল
বিজ্ঞাপন
চান্দিনার মাধাইয়া গ্রামের রুহুল আমিন পিকআপে করে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছেন ২৫ টাকা। প্রতিদিন ৫০০ কেজি পেঁয়াজ বিক্রি করতে পারলে লাভ হয় ১ হাজার টাকা। ঢাকা-আমিরাবাদ-কচুয়া সড়ক, দাউদকান্দি, কুমিল্লা, ৬ এপ্রিল
বিজ্ঞাপন
মাঠ থেকে গরুর খাবারের জন্য কাঁচা ঘাসপাতা নিয়ে বাড়ি ফিরছেন এক কৃষক। বয়রা কাশিনাথপুর, পাবনা, ৬ এপ্রিলরামনবমী তিথিতে ‘বাসন্তী পূজা’ উপলক্ষে বগুড়ার শেরপুরে মা ভবানী মাতৃমন্দিরে দর্শনার্থীদের আগমন। চলছে মন্দিরে পূজা–অর্চনা ও দুই দিনব্যাপী মেলা। মেলায় আগত একজন মিষ্টিজাতীয় খাবার কিনছেন। ভবানীপুর, শেরপুর, বগুড়া, ৬ এপ্রিলআগাম জাতের ইরি ধান এরই মধ্যে পেকে গেছে। সেই ধান গাছ কেটে আঁটি বাঁধছেন কৃষিশ্রমিকেরা। এরপর এ ধান জমিতেই মাড়াই করা হবে। দৌলতপুর, খুলনা, ৬ এপ্রিলবৃষ্টির দেখা নেই। ধুলা থেকে বাঁচতে দোকানদারেরা সড়কে পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন। ডাকঘর সড়ক, জুড়ী, মৌলভীবাজার, ৬ এপ্রিলঅতিরিক্ত গরমে সাধারণ মানুষের পাশাপাশি প্রাণিকুলও অতিষ্ঠ। এ অবস্থায় তৃষ্ণা মেটাতে ট্যাপের মুখে জমে থাকা পানি পানের চেষ্টা করছে এই কাক। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, ৬ এপ্রিলঈদের ছুটি শেষ হলেও এখনো রাজধানীর মতিঝিলের ব্যাংকপাড়ার রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মতিঝিল, ঢাকা, ৬ এপ্রিলশনিবার রাতে রাজধানীর শাহবাগের ফুলের কয়েকটি টিনশেড দোকান পুড়ে যায়। সকালে বেলুন ফোলানোর গ্যাসের সিলিন্ডার ও আগুনে ক্ষতিগ্রস্ত মালামাল সরানোর কাজ করছেন কর্মীরা। শাহবাগ, ঢাকা, ৬ এপ্রিলশুকনা মাটিতে বেড়ে উঠেছে জলজ আগাছা বড়নখা, তাতে ফুটেছে বেগুনি রঙের ফুল। বড়নখার আরেক নাম ছোটপানা। এ উদ্ভিদের পাতা দেখতে কচুরিপানার মতো। মদিনাবাগ, খুলনা, ৬ এপ্রিল ঘেরে পোঁতা খুঁটিতে শিকার ধরতে বসেছে আছে একটি বক। মদিনাবাগ, খুলনা, ৬ এপ্রিলসুরমা নদীতে এখন স্রোত নেই। শান্ত সুরমা নদীতে নৌকায় ভেসে মাছ শিকার করছেন এক মৎস্যজীবী। তোপখানা, সিলেট, ৬ এপ্রিলবাঙ্গালী নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছেন জেলেরা। নারচি, সারিয়াকান্দি, বগুড়া, ৬ এপ্রিলসবুজ ঘাসে ডানা মেলে বসে আছে বাহারি ফড়িং। ফেরিঘাট, সারিয়াকান্দি, বগুড়া, ৬ এপ্রিল
কৃষকের ঘরে উঠছে চৈতালি ফসল। খেত থেকে তুলে আনা মসুরগাছ মাড়াইয়ের পর কুলায় ঝেড়ে ডাল পরিষ্কার করে নিচ্ছেন এক কৃষাণী। শ্যামসুন্দরপুর, ফরিদপুর, ৬ এপ্রিলসিলেট নগরের বিভিন্ন এলাকায় বিশুদ্ধ খাওয়ার পানির সংকট রয়েছে। বোতলে খাওয়ার পানি সংগ্রহ করে ফিরছেন এক নারী। সিলেট রেলওয়ে স্টেশন, ৬ এপ্রিলসনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নানের পরদিন বউমেলায় কেনাকাটা করছেন নারীরা। ভূঞাগাঁতী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৬ এপ্রিলখেত থেকে আগাম জাতের ইরি ধান কেটে আঁটি বাঁধছেন কৃষিশ্রমিকেরা। দৌলতপুর, খুলনা, ৬ এপ্রিলসকাল হতেই ভ্যানে করে বিক্রির জন্য কলা নিয়ে চলেছেন এক বিক্রেতা। বড় ব্রিজ, পাবনা, ৬ এপ্রিলবিস্তীর্ণ ফসলের মাঠে সবুজের সমারোহ। চৈত্রের দুপুরে রোদের তেজ বাড়ার আগেই ধানের জমি পরিচর্যায় ব্যস্ত কৃষক। কাশীনাথপুর, পাবনা, ৬ এপ্রিল