একঝলক (১৪ জানুয়ারি ২০২৬)

সড়কের পাশে ফোটা ফুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। বারবাড়িয়া, গফরগাঁও, ময়মনসিংহ, ১৪ জানুয়ারি
ছবি: মোস্তাফিজুর রহমান
পেঁপের ফলনে গাছ হেলে পড়ার উপক্রম হয়েছে। তাই গাছ রক্ষায় বাঁশের খুঁটি গেড়ে বেঁধে দিচ্ছেন চাষি। নতুন পাড়া, রাঙামাটি, ১৪ জানুয়ারি
ধানখেতের মাঝখানে বীজতলা। সেখান থেকে চারা উত্তোলন করছেন পাহাড়ি কিষানি। লুম্বিনী, রাঙামাটি, ১৪ জানুয়ারি
মেলায় কাঠের আসবাব নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য। শাহ মোস্তফা সড়ক, মৌলভীবাজার, ১৪ জানুয়ারি
খেত থেকে আলু তোলা হয়ে গেছে। এখন কৃষকেরা সেই জমিতে বেগুনের চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন। অর্জনপুর, শিবগঞ্জ, বগুড়া, ১৪ জানুয়ারি
খেত থেকে ফুলকপি সংগ্রহ করে ট্রাকে তোলা হচ্ছে। এই ফুলকপি বিক্রির জন্য ঢাকায় নিয়ে যাবেন ব্যবসায়ীরা। বাঘমারা, শিবগঞ্জ, বগুড়া, ১৪ জানুয়ারি
বোরো ধান চাষ করতে জমি প্রস্তুত করছেন কৃষক। শ্রীফলতলা, রূপসা, খুলনা, ১৪ জানুয়ারি
ট্রাক্টর দিয়ে ফসলি জমি চাষ করা হচ্ছে। জমির ওপরে একঝাঁক বক উড়ে বেড়াচ্ছে। নন্দনপুর, রূপসা, খুলনা, ১৪ জানুয়ারি। ছবি: সাদ্দাম হোসেন
পুকুরের একাংশে বালু ভরাটের কাজ করছেন শ্রমিকেরা। লক্ষ্মণদিঘির পাড়, দাউদকান্দি, কুমিল্লা, ১৪ জানুয়ারি
জমি থেকে লালশাক তুলছেন কৃষক। উত্তর কেল্লাবন্দ, রংপুর, ১৪ জানুয়ারি
শীতের সকালে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছে দুই শিক্ষার্থী। খটখটিয়া, রংপুর, ১৪ জানুয়ারি
সিলেট নগরের ব্যস্ততম সড়কের মধ্যে গর্ত সৃষ্টি হয়েছে। দুর্ঘটনা এড়াতে সেখানে ইট-লাঠি দিয়ে রেখেছেন স্থানীয় লোকজন। মেন্দিবাগ, সিলেট, ১৪ জানুয়ারি
পথের ধারে ফুটে থাকা ফুলে ডানা মেলে বসে আছে রঙিন প্রজাপতি। লালমাটিয়া, দক্ষিণ সুরমা, সিলেট, ১৪ জানুয়ারি