একঝলক (১৮ জুন ২০২৫)

বাড়ির আঙিনায় ড্রাগন ফলের গাছে ফুল ফুটেছে। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৮ জুন
ছবি: সাজেদুল আলম
বীজতলায় আমন ধানের বীজ ফেলছেন কৃষক। পাঁচগ্রাম, কালাই, জয়পুরহাট, ১৮ জুন
ফসলের মাঠ থেকে কেটে আনা ধান নিয়ে ফিরছেন এক কৃষক। নান্দাইল দিঘি, কালাই, জয়পুরহাট, ১৮ জুন
তাঁতে হাদি বা ওড়না বুনছেন এক পাহাড়ি তরুণী। বোদিপুর, রাঙামাটি, ১৮ জুন
পথের ধারে ফুটে আছে রঙিন ফুল। লুম্বিনী, রাঙামাটি, ১৮ জুন
ঢাকা-পেন্নাই-মতলব সড়কের খানখন্দে জমেছে বৃষ্টির পানি। ভোগান্তিতে পড়তে হচ্ছে ওই সড়কে চলাচলকারীদের। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ জুন
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া ইলিশ দেখাচ্ছেন মাছ বিক্রেতারা। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ১৮ জুন
গ্রামীণ মাঠের মাঝে সারি সারি তালগাছ। বফলগাড়ি, কালাই, জয়পুরহাট, ১৮ জুন
বিক্রির জন্য বাজারে আনা হয়েছে কাঁঠাল। সিটি পার্ক বাজার, রংপুর, ১৮ জুন
বৃষ্টির কবল থেকে নিজের মাথা এবং ভ্যানে থাকা পণ্য বাঁচাতে এভাবেই পলিথিনে মুড়িয়ে নিয়েছেন এক ভ্যানচালক। স্টেশন রোড, রংপুর, ১৮ জুন
বিলের ধারে গাছের ডালে বসে আছে কানিবক। ভিটিপাড়া, শ্রীপুর, গাজীপুর, ১৮ জুন
ঝোপঝাড়ে পিঁপড়ার বাসা থেকে ডিম সংগ্রহে বেরিয়েছেন এক মাছশিকারি। বড়শি দিয়ে মাছ শিকারে এই ডিম ব্যবহার করবেন তিনি। চর মাধবদিয়া, ফরিদপুর, ১৮ জুন
খেতে লাগানো আউশ ধান একটু বড় হয়েছে। আগাছা তুলে ফেলতে নিড়ানি দিচ্ছেন কৃষক। চর মাধবদিয়া, ফরিদপুর, ১৮ জুন
একটু ভারী বৃষ্টি হলেই ডুবে যায় পাবনা শহরের অন্যতম প্রধান আতাইকুলা সড়কটি। এতে চলাচলে ভোগান্তিতে পড়েন পথচারীরা। শালগাড়িয়া, পাবনা, ছবিটি সম্প্রতি তোলা
পুরোনো কাগজ ট্রাকে করে পাঠানো হচ্ছে কারখানায়। সেখানে এগুলোকে ব্যবহার উপযোগী করে বিভিন্ন ধরনের কাগজ তৈরি করা হয়। যুগীপাড়া, রাধানগর, পাবনা, ১৮ জুন
‘দামারি হাওরে’ আধা ডুবো হয়ে আছে হিজল-করচগাছ। স্বচ্ছ জলে হিজল-করচ, পাহাড় আর আকাশ মিলে অপরূপ প্রকৃতি। সালুটিকর, গোয়াইনঘাট, সিলেট, ১৮ জুলাই
বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দোকানে গিয়ে পছন্দের খাবার কিনে বাড়ি ফিরছে দুই শিশু। পলাশপুর, বরিশাল, ১৮ জুন
লোহার রেলিংয়ে বসে আছে কালিম পাখিটি। গাজীপুর সাফারি পার্ক, শ্রীপুর, গাজীপুর। ১৮ জুন
সিলেটে সকাল থেকে থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি হয়। ছিল ভ্যাপসা গরম। ক্লান্ত হয়ে রেলস্টেশনের প্ল্যাটফর্মে ঘুমিয়ে পড়েছেন এক ব্যক্তি। রেলস্টেশন, সিলেট, ১৮ জুলাই
সুরমা নদী এখন পানিতে টইটম্বুর। নদীর পানিতে নৌকা ভাসিয়ে মাছ শিকার করছেন এক ব্যক্তি। মেন্দিবাগ, সিলেট, ১৮ জুলাই