একঝলক (২৭ আগস্ট ২০২৫)

ধানখেতে পাখি তাড়াতে বসানো হয়েছে কাকতাড়ুয়া। রাজুখাঁ, রংপুর, ২৭ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
ফড়িং প্রাচীন পতঙ্গগুলোর একটি। বাহারি ফড়িংগুলো প্রকৃতির অনন্য সৌন্দর্য। ধনঞ্জয়, গাবতলী, বগুড়া, ২৭ আগস্ট
সকালের রোদে পালক শুকিয়ে নিচ্ছে শালিক পাখিটি। লেমুছড়ি, রাঙামাটি, ২৭ আগস্ট
বানার নদের জলে সাঁতার কাটছে দুই জোড়া সরালি। এগুলো বুনো হাঁস নামেও পরিচিত। গোসিংগা, শ্রীপুর, গাজীপুর। ২৭ আগস্ট
পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়া প্রায় ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের পাঙাশ মাছটি ৬৭ হাজার টাকায় বিক্রি হয়। কলাবাগান, দৌলতদিয়া, রাজবাড়ী, ২৭ আগস্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদ করেন কবির পরিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ আগস্ট
মরিচখেত পরিচর্যায় ব্যস্ত কৃষকেরা। মহিষমুডা, কাহালু, বগুড়া, ২৭ আগস্ট
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন উপলক্ষে প্রার্থী ও তাঁদের সহমর্থকেরা লিফলেট হাতে শিক্ষার্থীদের মধ্যে প্রচার চালাচ্ছেন। কলাভবন এলাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৭ আগস্ট
ঝুমকো জবা ফুল ফুটেছে। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৭ আগস্ট
সন্ধ্যায় হাওরে মাছ শিকারে ব্যস্ত জেলেরা। বড়িবাড়ি হাওর, ইটনা, কিশোরগঞ্জ, ২৬ আগস্ট
কাজের ফাঁকে গাছের ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছেন একজন। পাশেই জলাশয় থেকে উঠে এসেছে একটি রাজহাঁস। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ২৭ আগস্ট
জুম থেকে ঝুড়িভর্তি ভুট্টা নিয়ে বাড়ি ফিরছেন এক মারমা নারী। গুংগুরু আগা পাড়া, বান্দরবান, ২৭ আগস্ট
বাড়ির পাশে ফাঁকা জায়গায় কাবাডি খেলছে শিশু–কিশোরেরা। বরকোটা, দাউদকান্দি, কুমিল্লা, ২৭ আগস্ট
ভ্যানে করে রাবার নিয়ে যাচ্ছেন এক শ্রমিক। বাকীছড়া মুখ, বান্দরবান, ২৭ আগস্ট
পদ্মা নদীতে বাঁশের সঙ্গে চাক জাল পেতে মাছ ধরছেন একজন। দৌলতদিয়া ফেরিঘাট, রাজবাড়ী, ২৭ আগস্ট
বাগানে ফুটে আছে ইন্ডিয়ান হেড জিঞ্জার। ঘুড়কা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৭ আগস্ট
বাড়ির দাওয়ায় বসে খেলছে শিশুরা। মেকুড়া, রংপুর, ২৭ আগস্ট
বর্ষা শেষে প্রকৃতিতে এখন শরতের ছোঁয়া। নীলাকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের ভেলা জানান দিচ্ছে সেই বারতা। চর বাঙ্গাবাড়িয়া, হিমাইতপুর, পাবনা, ২৭ আগস্ট
বাড়ির উঠানে মুরগি রাখার জন্য বাঁশ দিয়ে খুপরি তৈরি করছেন একজন। মেকুড়া, রংপুর, ২৭ আগস্ট
জমিতে মরিচগাছ পরিচর্যার কাজে ব্যস্ত কৃষক। চর ভবানীপুর, হিমাইতপুর, পাবনা, ২৭ আগস্ট
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নজরুল ভাস্কর্যে কবির ৪৯তম মৃত্যুবার্ষিকীতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ত্রিশাল, ময়মনসিংহ, ২৭ আগস্ট
টিফিনের ফাঁকে দোলনায় দুলছে শিক্ষার্থীরা। কল্যাণী সংসদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর, ২৭ আগস্ট
পদ্মা নদীর ঘাটে কাপড় কাচাসহ দৈনন্দিন কাজ করছেন গৃহবধূ। বালিয়াডাঙ্গী, ডিক্রির চর, ফরিদপুর, ২৭ আগস্ট
নির্মাণকাজের জন্য ট্রলারে করে নদীপথে ইট নিয়ে যাচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। আইজউদ্দিন মাতুব্বরের ডাংগী, ডিক্রির চর, ফরিদপুর, ২৭ আগস্ট
পুব আকাশে জমেছে কালো মেঘ। বাতাসে হিমেল পরশ। গুঠিয়া, উজিরপুর, বরিশাল, ২৭ আগস্ট