ফড়িং। তেলিগাতী, দিঘলিয়া, খুলনা, ৩ জুনঅনন্য নৈসর্গিক দৃশ্য। রাঙাদ্বীপ রিসোর্ট এলাকায় প্রকৃতির এমন রূপ। কাটাছড়ি, রাঙামাটি, ৩ জুন
বিজ্ঞাপন
আকাশে সাদা মেঘের ভেলা। ছাতা মাথায় কাজে যাচ্ছেন এই ব্যক্তি। তেলিগাতী, দিঘলিয়া, খুলনা, ৩ জুন
বিজ্ঞাপন
বাসার ব্যবহৃত টেলিভিশন নষ্ট হয়েছে। মেরামতের জন্য স্থানীয় বাজারে নিয়ে যাচ্ছেন তাঁরা। সারিয়াকান্দি, বগুড়া, ৩ জুননতুন নৌকা তৈরি করছেন নদীর তীরবর্তী এলাকার মানুষেরা। দিঘলকান্দি, সারিয়াকান্দি, বগুড়া, ৩ জুনবৃষ্টির কারণে ধান মাড়াই সম্ভব হয়নি। সেগুলো সড়কের পাশে রোদে শুকাতে ব্যস্ত গৃহবধূ। ভাসানচর, ফরিদপুর, ৩ জুনকুমার নদে পানি বেড়েছে। পাওয়া যাচ্ছে মাছ। তাই মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। মদনখালী, ফরিদপুর, ৩ জুনআমন ধানের বীজতলা তৈরির জন্য জমিতে কলাগাছ দিয়ে ‘মই দিচ্ছেন’ চাষি। চাঁদপাশা, বাবুগঞ্জ, বরিশাল, ৩ জুনবাড়ির পাশের খোলা জায়গায় ফুটবল খেলায় মেতে উঠেছে শিশু–কিশোরেরা। সাতকানিয়া, চট্টগ্রাম, ৩ জুনটানা বৃষ্টিতে নিচু জমিগুলো পানিতে একাকার। পানিতে কলাগাছের ভেলা বানিয়ে খেলছে শিশুটি। বেন্নাবাইদ, শ্রীপুর, গাজীপুর, ৩ জুনকোরবানির জন্য হাট থেকে ছাগল কিনে বাড়ির উদ্দেশে যাত্রা করেন, হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় নিরাপদ আশ্রয়ে যাচ্ছেন তাঁরা। বিনয়কাঠি, ঝালকাঠি, ৩ জুনশরীয়তপুরের বিভিন্ন হাটে গরু বিক্রি করছেন খামারিরা। মনোহর বাজার হাট, শরীয়তপুর, ৩ জুনগত সোমবার রাতে বৃষ্টির সঙ্গে হওয়া আকস্মিক ঝড়ে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বুড়িরবান এলাকায় পঞ্চগড়-মালাদাম সড়কে দুই শ বছরের পুরোনো বট-পাকুড়ের গাছ উপড়ে পড়ছে, সেই গাছ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। মালাদাম সড়ক, পঞ্চগড়, ৩ জুনআর মাত্র তিন দিন পরেই ঈদুল আজহা। শেষ সময়ে তাই জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। বিভিন্ন এলাকা থেকে হাটে আনা হচ্ছে নানা আকৃতির গরু। হাজিরহাট, আরিফপুর, পাবনা, ৩ জুনকয়েক দিন বৃষ্টির পর সূর্যের দেখা মিলেছে। তাই তো আলেয়া বেগম সড়কের ওপর খড় ছিটিয়ে দিচ্ছেন রোদে শুকানোর জন্য। সড়কের ওপর এভাবে খড় শুকানোর কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। শালধর, কুমিল্লা, ৩ জুনখুলনা সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত কোরবানির পশুর হাটে খুলনার বাইরের জেলা-উপজেলাগুলো থেকে ট্রলারে করে নৌপথে আনা হচ্ছে গরু। ট্রলার থেকে গরু নামাচ্ছেন ব্যাপারীরা । ৬ নম্বর ঘাট, ভৈরব নদ, খুলনা, ৩ জুনসিলেটের বিভিন্ন হাওর এখন পানিতে টইটম্বুর। ঘাস খাওয়ার জন্য হাওরের পানিতে নেমেছে মহিষের দল। খাগাইল, কোম্পানীগঞ্জ, সিলেট, ৩ জুনবাজারে পাওয়া যাচ্ছে মৌসুমি ফল জাম। ঠেলাভর্তি জাম নিয়ে বিক্রির উদ্দেশে৵ বেরিয়েছেন বিক্রেতা। কোর্ট পয়েন্ট, সিলেট, ৩ জুনসিলেট নগরের প্রতিটি সড়কে এমন যানজট এখন নিত্যদিনের। দিনভর যানজটে নাকাল নগরবাসী। কোর্ট পয়েন্ট, সিলেট, ৩ জুনঅর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বাজেট–উত্তর সংবাদ সম্মেলন। ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকা, ৩ জুন