কুমার নদে বড়শি দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন এক ব্যক্তি। হাটগোবিন্দপুর, কৃষ্ণনগর, ফরিদপুর, ১৪ মে গ্রীষ্মের ফলের মধ্যে তাল অন্যতম। এই গরমে বিশেষ করে তালের শাঁসের চাহিদা থাকে। বিক্রির জন্য ফলের আড়তে স্তূপ করে রাখা হয়েছে কাঁচা তাল। কদমতলী, সিলেট, ১৪ মেযমুনার চরাঞ্চলের দুলছে তিল ফুল। কালীতলা গ্রোয়েন, সারিয়াকান্দি, বগুড়া, ১৪ মে ভ্যানে লিচু বিক্রি করছেন মৌসুমি ফল বিক্রেতা। রসালো লিচু হাতে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করছেন তিনি। প্রতি আঁটি লিচু বিক্রি হচ্ছে ২০০ টাকায়। ভার্থখলা, সিলেট, ১৪ মে
বিজ্ঞাপন
মাটি দিয়ে হাঁড়ি তৈরি করে রোদে শুকানোর পর তা পোড়ানোর জন্য প্রস্তুত করছেন এক মৃৎশিল্পী। কুমারখালী, ঝালকাঠি, ১৪ মে শুকনা মৌসুমে গবাদিপশুর খাবারের বড় উৎস হাওরের ঘাস। হাওরে গরু ছেড়ে দিয়ে সড়কের পাশে বসে সময় কাটাচ্ছে কয়েকটি শিশু। মিঠামইনের বড় হাওর, কিশোরগঞ্জ, ১৪ মে
বিজ্ঞাপন
জমিতে দল বেঁধে ধান কাটতে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা। গঙ্গাচড়া, রংপুর, ১৪ মে বৃষ্টিতে সুরমা নদীর পানি বেড়েছে। নতুন পানিতে ভেসে আসা প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী নৌকায় করে সংগ্রহ শেষে বিক্রির জন্য ভাঙারির দোকানে নেওয়া হচ্ছে। সুরমা নদী, কিনব্রিজ, সিলেট, ১৪ মেগবাদিপশুর জন্য ঘাস কেটে আনছেন এক ব্যক্তি। বত্তরবিল, রংপুর, ১৪ মে ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার চেষ্টা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। এ সময় জলকামান দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। কাকরাইল মসজিদ এলাকা, ঢাকা, ১৪ মেপাটের খেতে দল বেঁধে কাজ করছেন কৃষকেরা। বদরপুর, ফরিদপুর, ১৪ মে ভুট্টা চাষে আগ্রহ বাড়ছে কৃষকের। পাকা সড়কে ভুট্টা শুকাচ্ছেন কৃষাণিরা। ভালুকাকুড়া, ময়মনসিংহ, ১৪ মেধান কাটার পর গ্রামীণ আঁকাবাঁকা পথ দিয়ে তা নিয়ে যাচ্ছেন কৃষক। দুর্গাপুর, কাহালু, বগুড়া, ১৪ মে ক্যাম্পাসে চলাচলের জন্য চালু হওয়া নতুন শাটল বাসে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়, ১৪ মেজাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীতে আসা শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে অপেক্ষা করছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর, রাজবাড়ী, ১৪ মে বিদ্যুতের তারে বসে বুলবুলি পাখি দুটির খুনসুটি। ডিয়ার পার্ক, রাঙামাটি, ১৪ মেছাগলকে আদর করে ঘাস খাওয়ানোর চেষ্টা করছে শিশুটি। দৌলতপুর, খুলনা, ১৪ মেবাজারে উঠতে শুরু করেছে লিচু। রাঙামাটি শহরে সাপ্তাহিক হাটে জমে উঠেছে লিচুর বাজার। সমতা ঘাট, বনরূপা, রাঙামাটি, ১৪ মেপথের পাশে ফুটে আছে তেলাকুচা ফুল। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৪ মে