বৃষ্টিভেজা শুভ্র নয়নতারা। পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ৭ সেপ্টেম্বরবান্দরবান ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলায় ‘নিরাপদ সড়ক প্রকল্প’ অভিভাবকদের সামনে তুলে ধরছেন শিক্ষার্থীরা। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ ভবন, বান্দরবান, ৭ সেপ্টেম্বররাজবন বিহারে প্রদীপ জ্বালিয়ে সব প্রাণীর সুখ–শান্তি কামনায় বৌদ্ধ পুণ্যার্থী এক শিশু। রাজবন বিহার, রাঙামাটি, ৭ সেপ্টেম্বররাস্তার পাশে থামিয়ে রাখা হয়েছিল মালবাহী খোলা ট্রাক। পেছন থেকে আসা দ্রুতগতির কাভার্ড ভ্যান সজোরে ধাক্কা দিলে সড়কের বাইরে ছিটকে পড়ে দুটি গাড়ি। মিরসরাই, চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
নিজের খেত থেকে সকাল সকাল বেগুন তুলছেন এই চাষি। এরপর বিক্রি করা হবে। কাউনিয়া, রংপুর, ৭ সেপ্টেম্বর লেখক-গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরকে শেষবার দেখতে তাঁর বাসার সামনে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ভিড়। রূপনগর, মিরপুর, ঢাকা, ৭ সেপ্টেম্বর
বিজ্ঞাপন
হাওরের নীরব জলরাশিতে ছোট নৌকায় যাত্রা—গন্তব্যে ফিরছেন কয়েকজন। বড় হাওর, মিঠামইন, কিশোরগঞ্জ, ৬ সেপ্টেম্বররেললাইনের ঢালুতে ভাঙা সড়ক। একটু অসাবধানতায় সেখানে ঘটতে পারে দুর্ঘটনা। উত্তর চেলোপাড়া, বগুড়া, ৭ সেপ্টেম্বরব্রহ্মপুত্র নদের পাড়ে বেদেদের ভাসমান জীবন। পাটগুদাম ব্রিজ, ময়মনসিংহ, ৭ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের শাখা-৩–এর পিলার বসানোর জন্য মাটি খোঁড়ায় পাশের বিদ্যুতের খুঁটি হেলে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। খুঁটিটি যাতে সোজা থাকে, সে জন্য সেটার সঙ্গে একটি পিলার যুক্ত করতে কাজ করছেন ডিপিডিসির শ্রমিকেরা। মালিবাগ, ঢাকা, ৭ সেপ্টেম্বরমধু পূর্ণিমা উপলক্ষে রাজবন বিহারে বৌদ্ধ পুণ্যার্থীরা প্রার্থনা করছেন। রাজবন বিহার, রাঙামাটি, ৭ সেপ্টেম্বরডাকসু নির্বাচন সামনে রেখে বুথ তৈরি করা হচ্ছে। টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ সেপ্টেম্বরবাড়ির আঙিনায় ফুটে আছে লজ্জাবতী ফুল। মহেশপুর, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ৭ সেপ্টেম্বরপাবনা-১ (সাঁথিয়া-বেড়া) সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রায় তিন ঘণ্টা অবরোধের ফলে সড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পাবনা, ৮ সেপ্টেম্বরবাড়ির সামনে দাঁড়িয়ে টুপি সেলাইয়ে মগ্ন এই তরুণী। কাউনিয়া, রংপুর, ৭ সেপ্টেম্বরঅবরোধের কারণে যান চলাচল বন্ধ, হেঁটে গন্তব্যে যাত্রা। রোদ থেকে রক্ষা পেতে মাথায় গাছের পাতা ধরে হেঁটে চলা। ঢাকা সিলেট মহাসড়ক, ব্রাহ্মণবাড়িয়া, ৭ সেপ্টেম্বরআতাই নদে ঠেলা জালে ছোট মাছ ধরছেন তিনি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৭ সেপ্টেম্বর হ্যাচারি থেকে মাছের পোনা সংগ্রহ করে সেগুলো গ্রামে গ্রামে ঘুরে বিক্রি করতে প্রস্তুতি নিচ্ছেন একজন। কল্যাণপুর, রাজবাড়ী, ৭ সেপ্টেম্বরআমন ধানের খেতে আগাছা পরিষ্কার করছেন এই ব্যক্তি। সেনহাটি, দিঘলিয়া, খুলনা, ৭ সেপ্টেম্বরসড়কে ঘুরে ঘুরে রঙিন বেলুন বিক্রি করছেন তিনি। সিঅ্যান্ডবি মোড়, বেড়া, পাবনা, ৭ সেপ্টেম্বরপ্রস্তুত ব্যালট বাক্স, পাঠানো হবে কেন্দ্রে। সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ৭ সেপ্টেম্বর