একঝলক (১৯ অক্টোবর ২০২৫)

হেমন্তের কুয়াশা জড়ানো ভোরে সাইকেল চালিয়ে কাজে ছুটছেন একজন। বত্তরবিল, রংপুর, ১৯ অক্টোবর
ছবি: মঈনুল ইসলাম
বাঁশের খুঁটিতে বসে শিকারের খোঁজে শিকারি পাখি লাটোরা। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৯ অক্টোবর
গাছের ডালে বসে আছে মাছরাঙা পাখি। নতুন বসতি, মানিকগঞ্জ, ১৯ অক্টোবর
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বিভাজকের শোভা বাড়াচ্ছে রক্তকরবী ফুল। ত্রিশাল, ময়মনসিংহ, ১৯ অক্টোবর
পদ্মা নদীর তীরে বেঁধে রাখা সারি সারি মাছ ধরার নৌকা। কবিরপুর, নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৯ অক্টোবর
সূর্য যাচ্ছে অস্তাচলে। নিকলীর মজলিশপুর, কিশোরগঞ্জ
হেমন্তের সকালে শিশুকে গরম কাপড় জড়িয়ে বাইরে বেরিয়েছেন এক মা। পশ্চিম কোবারু, রংপুর, ১৯ অক্টোবর
রঙিন ল্যানটানা ফুলে প্রজাপতির আনাগোনা। কুমিল্লা, ১৯ অক্টোবর
পদ্মা নদীর তীরে মাছ ধরছেন এক জেলে। নর্থ চ্যানেল, ফরিদপুর, ১৯ অক্টোবর
সড়কের পাশে প্লাস্টিকের কুচি শুকাতে ব্যস্ত নারী শ্রমিকেরা। ফেলনা প্লাস্টিকের এ কুচি পুনর্ব্যবহারে তৈরি হবে প্লাস্টিকের সামগ্রী। গোয়ালখালী, খুলনা, ১৯ অক্টোবর
ফুলজোড় নদে মাছ ধরছেন শৌখিন শিকারিরা। ধানগড়া, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ১৯ অক্টোবর
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজা বা দীপাবলি আগামীকাল সোমবার। সেই পূজার জন্য মাটির তৈরি প্রদীপ বিক্রি করতে ব্যস্ত মৌসুমি ব্যবসায়ীরা। তালতলা, রংপুর, ১৯ অক্টোবর
খেত থেকে কাঁচা হলুদ তুলে এনে বিক্রি করতে বসেছেন পাহাড়ি এক নারী। ঘাগড়া, রাঙামাটি, ১৯ অক্টোবর
অগ্নিকাণ্ডের পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা, ১৯ অক্টোবর
গাছের ডালে বসে আছে জোড়া ঘুঘু। জলেশ্বরীতলা, বগুড়া, ১৯ অক্টোবর
খেতে মুলাবীজ বুনছেন কিষান–কিষানিরা। কুরশাগ্রাম, বগুড়া, ১৯ অক্টোবর
গ্রামীণ পথ ধরে মায়ের সঙ্গে স্কুলে চলেছে এক শিশু। গুটুদিয়া, ডুমুরিয়া, খুলনা, ১৯ অক্টোবর