একঝলক (২৫ জুন ২০২৫)

এই বর্ষায় পাহাড়চূড়ায় দেখা মিলেছে এই বড় প্রজাতির ফড়িংয়ের। বটতলী মোড়, রাঙামাটি, ২৫ জুন
ছবি: সুপ্রিয় চাকমা
সন্ধ্যায় নদীর জলে পড়েছে কালো মেঘের ছায়া। রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ জুন
ঢাক নিয়ে নতুন অনুষ্ঠানের ঠিকানায় চলছেন এই ঢাকি। বারাকপুর, দিঘলিয়া, খুলনা, ২৫ জুন
মাছ বিক্রি শেষে খালি ঝুড়ি নিয়ে সাইকেলে ফিরছেন এই ব্যক্তি। তেলিগাতী, দিঘলিয়া, খুলনা, ২৫ জুন
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় নগরে শোভাযাত্রা বের হয়। কাচারিবাজার, রংপুর, ২৫ জুন
সুরমা নদীর বুকে বালুবোঝাই নৌকা। সামনে গল্পে মগ্ন তিন শ্রমিক। মেন্দিবাগ, সিলেট, ২৫ জুন
বাগান থেকে সংগ্রহের পর ডিঙিনৌকায় কাঁঠাল নিয়ে আসা হয়েছে ঘাটে। নৌকা থেকে ঘাটে কাঁঠাল নামাতে বাবাকে সহযোগিতা করছে ছেলে। মোরঘোনা, রাঙামাটি, ২৫ জুন
সবুজ ঝোপঝাড়ের আড়ালে লাজুক ভঙ্গিতে ফুটে আছে লজ্জাবতী ফুল। স্টেশন রোড, সিলেট, ২৫ জুন
রাতের বৃষ্টি শেষে মেঘের চাদরে ঢাকা পড়েছে সবুজে ঘেরা পাহাড়। বটতলী মোনপাড়া, রাঙামাটি, ২৫ জুন
রেলসেতুর নিচ দিয়ে যাওয়া খালে জাল ফেলে মাছ শিকার করছেন এক ব্যক্তি। বড়ভাগা খাল, দক্ষিণ সুরমা, সিলেট, ২৫ জুন
সবজির আবাদের জন্য পরিচিত বগুড়ার শাজাহানপুর। কৃষকদের কাছ থেকে বরবটি কিনে আঁটি বেঁধে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। সদর, শাজাহানপুর, বগুড়া, ২৫ জুন
বাড়ির উঠানে বসে বাঁশের তেমাল দিয়ে পাটি তৈরি করছেন এই গৃহবধূ। পাটিগুলো বাড়ি থেকেই পাইকারি বিক্রি করেন তিনি। দাঁড়াকাটা, ধুনট, বগুড়া, ২৫ জুন
পাইকারি দরে আম কিনতে আড়তে এসেছেন খুচরা ব্যবসায়ীরা। কেনার আগে মান যাচাই করে দেখছেন একজন। কলাপট্টি, বরিশাল, ২৫ জুন
মাছ শিকার করে তীরে ফিরছে মৎস্যজীবী একটি পরিবার। চরবাড়িয়া, বরিশাল, ২৫ জুন
ফুটে আছে একটি বুনো ফুল। এটি সিনড্রেলা নামে পরিচিত। এ ফুল আকারে ছোট ও হলুদ রঙের হয়ে থাকে। রণতিথা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ, ২৫ জুন
বর্ষায় পানি বেড়েছে হাওরে। বাড়ির পাশে বড়শি দিয়ে মাছ শিকারে ব্যস্ত শিশুরা। নিকলী, কিশোরগঞ্জ, ২৫ জুন
মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশনে অগ্নিনিরাপত্তা মহড়া চালায় ফায়ার সার্ভিস। উত্তরা, ঢাকা, ১৫ জুন
পুব আকাশ কালো মেঘ জমেছে, বইছে হিমেল হাওয়া। বৃষ্টি শুরুর আগে সবুজে ঘেরা জনপদে তৈরি হয়েছে নান্দনিক দৃশ্যের। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ২৫ জুন
ভাঙনে গ্রামের একমাত্র চলাচলের রাস্তাটি চলে গেছে নদীর পেটে। চলাচলে ভোগান্তিতে পড়েছেন নদীপারের মানুষ। বলরামপুর সরকারপাড়া, কাহালো, দিনাজপুর, ২৫ জুন
গাছে লজ্জাবতী ফুলের কলি। গোলাঘাট, শ্রীপুর, গাজীপুর, ২৫ জুন
বর্ষায় পানি জমেছে খাল-বিল ও হাওরে। মাছ ধরতে এ সময় চাহিদা বাড়ে খেয়া জালের। প্রকারভেদে এসব জাল ৭০০ থেকে ৭০০০ টাকায় বিক্রি হয়। লালবাগ হাট, রংপুর, ২৫ জুন