বিদ্যুতের তারে বসে আছে মাছরাঙা। দেয়ানা, খুলনা, ১৫ জুলাইখেতে রোপণের জন্য ধানের চারা নিয়ে যাচ্ছেন চাষি। শুকানচকি, রংপুর, ১৫ জুলাই
বিজ্ঞাপন
খেতের কাদাপানি পেরিয়ে বিদ্যালয়ে যাচ্ছে খুদে শিক্ষার্থীরা। কুকরুল, রংপুর, ১৫ জুলাই
বিজ্ঞাপন
লটকনের মৌসুম শেষের দিকে, তাই দামটাও বেশ চড়া। পাইকারি হাটে প্রতি মণ লটকন জাতভেদে দুই হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হচ্ছে। টাউন হল, রংপুর, ১৫ জুলাইঝিঙেখেতের পরিচর্যায় কাজে ব্যস্ত কৃষক। সুবর্ণপুর, কুমিল্লা, ১৫ জুলাইপথের ধারে ভ্যানে করে ড্রাগন ফল বিক্রি করছেন এক ব্যক্তি। জেলখানা মোড়, বগুড়া, ১৫ জুলাইশাহ ফতেহ আলী সেতুর নির্মাণকাজ চলছে। এই কাজ ধীরগতিতে চলার অভিযোগ আছে। এ অবস্থায় লোকজনকে সাঁকো দিয়ে চলতে হচ্ছে। চেলোপাড়া, বগুড়া, ১৫ জুলাইপ্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই কাজ করছেন নির্মাণশ্রমিক। আবু নাসের হাসপাতাল মোড়, খুলনা, ১৫ জুলাইআষাঢ়ের শেষ দিনে নীল আকাশে সাদা মেঘের ভেলা। ডিসি লেক, বরিশাল, ১৫ জুলাই কোপা আমেরিকার শিরোপা জেতায় আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস। দেওভোগ, নারায়ণগঞ্জ, ১৫ জুলাইবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে গাছের চারা রোপণ। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। শেখ রাসেল নগর পার্ক, নারায়ণগঞ্জ, ১৫ জুলাই