অল সোলস ডে

২ নভেম্বর অল সোলস ডে। এই দিনে খ্রিষ্টধর্মাবলম্বীরা প্রিয়জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে, ফুলের পাপড়ি ছড়িয়ে, পবিত্র জল ছিটিয়ে অল সোলস ডে বা বিশ্ব আত্মা শান্তি দিবস পালন করেন। প্রতিবছরের মতো এবারও চট্টগ্রাম নগরের পাথরঘাটার পবিত্র জপমালা রানির গির্জায় প্রার্থনা করেন শত শত মানুষ।

স্বজনদের স্মরণে মোমবাতি জ্বালাচ্ছেন কয়েকজন
স্বজনদের স্মরণে মোমবাতি জ্বালাচ্ছেন কয়েকজন
মায়ের সঙ্গে এসেছে শিশুরাও
মোমবাতির আলোয় প্রতিটি সমাধি আলোকিত
জ্বলন্ত মোমবাতি হাতে একজন নান
সমাধির পাশে দাঁড়িয়ে প্রার্থনারত স্বজনেরা
সযত্নে মোমবাতি জ্বালাতে ব্যস্ত এক শিশু
প্রার্থনারত বিশপেরা
স্বজনের সমাধির পাশে মায়ের সঙ্গে প্রার্থনায় শিশু