Thank you for trying Sticky AMP!!

সুনামির ক্ষত শুকায়নি

২০১১ সালের ১১ মার্চ। প্রশান্ত মহাসাগরে আঘাত হানা প্রচণ্ড ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। ভূমিকম্পের প্রভাবে সৃষ্টি হয় সুনামির। প্রলয়ংকরী সুনামির তোড়ে ভেসে যায় বহু প্রাণ, ঘরবাড়ি, স্থাপনা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। প্রায় সাড়ে ১৮ হাজার মানুষ নিহত ও নিখোঁজ হয়। দিনটিকে স্মরণ করছেন জাপানিরা। কান্নায় ভেঙে পড়েন একজন। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স
নিহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করছেন অনেকে। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স
নিহত ব্যক্তিদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করছেন শ্রমিকেরাও। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স
জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স
নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি প্রজ্বালন। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স
দিনটি স্মরণে স্থানীয় সময় পৌনে তিনটার দিকে জাপানির একযোগে নীরবতা পালন করেন। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স
শোক প্রকাশ করছে জাপানি শিশুরাও। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স
সমুদ্রের দিকে মুখ করে প্রার্থনা করছেন একজন। টোকিও, জাপান, ১১ মার্চ। ছবি: রয়টার্স