আন্তর্জাতিক নৃত্য দিবস

‘বিশ্ব নাচে ছন্দময়, আসবে শান্তি কাটবে ভয়’ স্লোগানে গতকাল সোমবার পালিত হয়েছে আন্তর্জাতিক নৃত্য দিবস। দিবসটি পালন করা হয় ২৯ এপ্রিল ক্ষণজন্মা নৃত্যশিল্পী জাঁ-জর্জ-নভেরার (১৭২৭-১৮১০) জন্মদিন মনে রেখে। সারা পৃথিবীতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। নৃত্য মানুষের সম্মিলন ঘটায় তার পরিচিত ভাষা দিয়ে। নৃত্যের আনন্দ বিনিময় ঘটে দর্শকদের মধ্যে, তার বোধ-উপলব্ধিকে সচেতন করার জন্য। দিবসটি উপলক্ষে সিলেটে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শহীদ মিনার প্রাঙ্গণে নৃত্যানুষ্ঠান হয়।

অনুষ্ঠান শুরু হয় দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে
অনুষ্ঠান শুরুর আগে শিল্পীদের একাংশ
বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন করা হয়
নৃত্য পরিবেশন করেন শিল্পীরা
এমন বর্ণিল নৃত্যে দিনটিকে বরণ করেন শিল্পীরা
নৃত্য দিবসের অনুষ্ঠানে নৃত্য করছেন শিল্পীরা
মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা
হলুদ পোশাকে নৃত্যরত শিশুরা
দিনটিকে স্মরণীয় রাখতে ছবি তুলছে শিশু নৃত্যশিল্পীরা
নৃত্য দিবসের অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে শিশু ও অভিভাবকেরা
নৃত্যানুষ্ঠান শেষে শোভাযাত্রা বের করা হয়