যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে হঠাৎ বন্যায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৪১ জন। গত শুক্রবার অঙ্গরাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বৃষ্টির কারণে গুয়াদালুপ নদীর পানি বেড়ে এ বন্যা হয়। বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে গতকাল রোববার বার্তা সংস্থা এএফপির তোলা ছবি। অঙ্গরাজ্যের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হান্ট শহর থেকে এসব ছবি তোলা।
