রাত পোহালেই চলবে মেট্রোরেল

রাত পোহালেই স্বপ্ন হবে সত্যি। বুধবার ঢাকার প্রথম মেট্রোরেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন বৃহস্পতিবার থেকে মেট্রোরেলে চড়তে পারবে সাধারণ মানুষ। উদ্বোধনের আগে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে সবকিছু। নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মঙ্গলবার রাজধানীর আগারগাঁও ও উত্তরা স্টেশনের চিত্র।

উত্তরা উত্তর মেট্রোরেলের স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা
ছবি: সাজিদ হোসেন
ডগ স্কোয়াডের মহড়া
উত্তরা উত্তর মেট্রোরেলের স্টেশন পরিদর্শন করেন পুলিশ কমিশনার
ব্যস্ত সময় পার করছেন পরিচ্ছন্নতাকর্মীরা
স্টেশনের টিকিট অফিস মেশিন (টিওএম) থেকে টিকিট কেনা যাবে
কম্পিউটার নিয়ে প্রস্তুত স্টেশনের কন্ট্রোল রুমের সদস্যরা
টিকিট কেটে এই পথেই প্রবেশ করতে হবে যাত্রীদের
উদ্বোধনের আগে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে স্টেশন
উদ্বোধনের আগে পরিপাটি করে সাজিয়ে রাখা হয়েছে স্টেশন