চুলে ফুলের বাহার

পয়লা বৈশাখে শিশু থেকে শুরু করে বয়স্করা চুলে, খোঁপায় বেঁধেছে বর্ণিল সব ফুল। ছবিগুলো রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
পয়লা বৈশাখে শিশু থেকে শুরু করে বয়স্করা চুলে, খোঁপায় বেঁধেছে বর্ণিল সব ফুল। ছবিগুলো রাজধানীর শাহবাগ এলাকা থেকে তোলা। ছবি: সাইফুল ইসলাম
সবাই মাথায় পরেছে ফুল, শিশুটি কি ভাবছে আমারটি কই? ছবি: আবদুস সালাম
পোশাকের সঙ্গে মাথায় পরা চাই ফুলের চুড়ি। ছবি: জাহিদুল করিম
শাহবাগের ফুলের দোকানে দিনভরই ছিল ভিড়। ছবি: জাহিদুল করিম
কেউবা কাপড়ের তৈরি ফুলে সাজিয়েছে মাথার চুল। ছবি: জাহিদুল করিম
দুই বান্ধবী খোঁপায় পরেছে বাহারি ফুল। ছবি: জাহিদুল করিম
মাথায় ফুল পরে বর্ষবরণ। ছবি: জাহিদুল করিম
ফুল দিয়ে সেজেছেন বাহারি সাজে। ছবি না তুললে কি চলে? ছবি: জাহিদুল করিম
ফুল দিয়ে বাঙালি নারীর সাজ মুগ্ধ করেছে এই বিদেশিনীকে। নিজেও চেষ্টা করেছেন তেমন করে সাজতে। ছবি: আবদুস সালাম
ফুল দিয়ে সাজা থেকে বাদ যাননি বয়স্করাও। ছবি: আবদুস সালাম
ফুলেল সাজে বর্ষবরণে শিশুরা। ছবি: জিয়া ইসলাম