দেশের উত্তরাঞ্চলের অন্যতম সবজির মোকাম বগুড়ার মহাস্থান। আশপাশের উপজেলাগুলো থেকে কৃষকেরা নিজের খেত থেকে ফসল তুলে এখানে নিয়ে আসেন। শীত এখনো জেঁকে না বসলেও শীতের সবজির বাজার জমজমাট। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলায় এবার ১৩ হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষ হয়েছে, যা রেকর্ড। সম্প্রতি জেলার বিভিন্ন গ্রামের খেত ও মহাস্থান হাট থেকে ছবিগুলো তোলা।
