আন্তর্জাতিক নারী দিবসের প্রথম আলোর আয়োজন

নারী দিবসের এবারের প্রতিপাদ্য ডিজিটাল প্রযুক্তিতে নারী-পুরুষের সমতা। সৎ, সত্যের পথে থেকে নিজ যোগ্যতায় এগিয়ে যাওয়ার দৃঢ়প্রত্যয়ে এগিয়ে যাওয়া দেশের বিভিন্ন ক্ষেত্রে সাহস, সংগ্রাম ও সাফল্যের পরিচয় দেওয়া নারীদের নিয়ে গতকাল সোমবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি–ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেছিল প্রথম আলো। সহযোগিতায় ছিল নারীদের জন্য সিটি ব্যাংকের বিশেষায়িত সেবা ‘সিটি আলো’। গতকাল সোমবার ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে ছিল এ আয়োজন।

প্রথম আলো আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে (বাঁ থেকে) সালমা আক্তার, ফওজিয়া মোসলেম, লামিয়া আশরাফ মণ্ডল, মরিয়ম আক্তার, রাশেদা কে চৌধূরী, দিনা মৃ, কানিজ আলমাস খান, সাদিয়া ইয়াসমিন, মহসীনা আক্তার, হামিদা হোসেন ও পারভিন মাহমুদ।
প্রথম আলো আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে (বাঁ থেকে) সালমা আক্তার, ফওজিয়া মোসলেম, লামিয়া আশরাফ মণ্ডল, মরিয়ম আক্তার, রাশেদা কে চৌধূরী, দিনা মৃ, কানিজ আলমাস খান, সাদিয়া ইয়াসমিন, মহসীনা আক্তার, হামিদা হোসেন ও পারভিন মাহমুদ।
নারী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দর্শকেরা।
অগ্রজ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী, নারীনেত্রী মালেকা বেগম, অধিকারকর্মী সৈয়দা রত্না ও কারুশিল্পবিদ মঞ্জুলিকা চাকমা।
ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনীতি) ডয়িন এডেলে সিয়নাবোলি ও জাতিসংঘের নারী প্রতিনিধি গীতাঞ্জলি সিং।
অঙ্গদানকারী সারাহ ইসলামের ছবির পাশে তাঁর মা শবনম সুলতানা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার ছাত্রী ফুলপরী খাতুনের পরিবার। বাঁ থেকে ছোট ভাই ওমর আলী, বড় ভাই হযরত আলী, বাবা আতাউর রহমান, ফুলপরী খাতুন ও মা তাসলিমা খাতুন।
স্বামীর সঙ্গে অদম্য মেধাবী বর্ষা রানী। ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্টের শিক্ষাবৃত্তি পেয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে এখন সরকারি উচ্চবিদ্যালয়ে শিক্ষক।