Thank you for trying Sticky AMP!!

রাখের উপবাসে ভক্তরা

কেউ বলেন ‘কার্তিক ব্রত’। কোথাও এ উৎসবের নাম ‘রাখের উপবাস’। আবার অনেকে ‘গোঁসাইর উপবাস’ ও ‘ঘৃতপ্রদীপ প্রজ্বালন’ উৎসব নামেও জানেন। কথিত আছে, বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে বাঁচতে কার্তিক মাসে উপবাস পালন করে আশ্রম প্রাঙ্গণে প্রদীপ ও ধূপ জ্বালাতে বলেছিলেন বাবা লোকনাথ। তখন থেকে প্রতিবছর কার্তিক মাসের শেষ ১৫ দিনের প্রতি শনি ও মঙ্গলবার সনাতন ধর্মাবলম্বীরা উৎসবটি পালন করেন। ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করেন হাজারো পুণ্যার্থী। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনা শেষ হলে তা জলে ভাসিয়ে উপবাস ভাঙেন তাঁরা। উৎসবের অন্যতম বড় আয়োজন হয় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে। সেখান থেকে ১৫ নভেম্বর ছবিগুলো তোলা

লোকনাথ ব্রহ্মচারী আশ্রম ও মন্দিরে ভক্তদের একাগ্রচিত্তে প্রার্থনা
ঘির প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছেন ভক্তরা
আশ্রমে প্রার্থনারত এক নারী
ধূপতি হাতে প্রার্থনা
মোমবাতি ও প্রদীপ জ্বালিয়ে প্রার্থনায় বসেছেন ভক্তরা
প্রার্থনার ফাঁকে প্রিয় মুহূর্তটি মুঠোফোনে বন্দী করে রাখছেন এক নারী
প্রদীপ প্রজ্বালনের পুরোটা সময় লোকনাথের পাঁচালি পাঠ করেন ভক্তরা
আট বছরের শিশু পূজা দাস উপবাস শেষে প্রসাদ খাচ্ছে
প্রার্থনা শুরুর আগে প্রদীপ ও আগরবাতি হাতে এক নারীর প্রস্তুতি