কোকিলের কুহু কূজন শোনা যাচ্ছে। বাতাসে ফাল্গুনী আমেজ বলে দিচ্ছে—বসন্ত এসে গেছে। আজ সেই পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন উৎসবে রঙিন হয়ে উঠেছে রাজধানী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে দল বেঁধে আসতে থাকে তরুণ-তরুণীসহ নানা বয়সী মানুষ। বাসন্তী রঙে বাহারি সাজে ফাল্গুনকে বরণ করে নেন তাঁরা। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চারুকলার বকুলতলায় বসন্ত উদ্যাপন করতে আসে মানুষ। তরুণীদের পরনে ছিল হলুদ শাড়ি। মাথায় এক গোছা ফুল বা ফুলের মালা। ছেলেদের পরনে ছিল রঙিন পাঞ্জাবি। অনেকে আবির মেখে বসন্তের সাজে আসে।
