Thank you for trying Sticky AMP!!

বিপিএল নিষিদ্ধের দাবি ওলামা লীগের

বিপিএল

টি–টোয়েন্টি ক্রিকেটে চার–ছয়ের লড়াইয়ে উন্মাদনায় মেতে ওঠেন ক্রীড়ামোদিরা। ধুমধাড়াক্কা ক্রিকেটে বলে বলে ছড়ায় অনিয়শ্চতা আর উত্তেজনা। ক্রিকেট খেলুড়ে প্রায় সব দেশ এখন নিয়মিত টি–টোয়েন্টি এই লিগে ঝুঁকে পড়ছে। বাংলাদেশেও টি–টোয়েন্টি লিগ বিপিএল দিনকে দিন জনপ্রিয় হচ্ছে। এখন চলছে ষষ্ঠ আসর। সেই বিপিএল এবার নিষিদ্ধের দাবি তুলেছে আওয়ামী ওলামা লীগ। বিপিএল চলার মধ্যে ২০ ওভারের এ খেলা জুয়াড়ি তৈরির কারখানা মন্তব্য করে এ দাবি তুলল ওলামা লীগ।

আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি থেকে সংগঠনটি এ দাবি জানায়। মানববন্ধনে ওলামা লীগসহ সমমনা ১৩টি দল অংশ নেয়।

ওলামা লীগের দাবি বিপিএলের নামে দেশকে জুয়াড়িদের আস্তানায় পরিণত করা হচ্ছে—যা সম্পূর্ণ সংবিধানবিরোধী। জুয়াড়ি তৈরির কারখানা বিপিএল, আইপিএল খেলা বন্ধ করতে হবে। দেশে বাল্যবিবাহ নিরোধে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ও প্রতিষ্ঠানকে নিষিদ্ধের দাবিও তাদের।

এবার বিপিএলের ষষ্ঠ আসরে ক্রিকেট জুয়ায় সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঁদের মধ্য কয়েকজন ভারতীয় নাগরিকও আছেন।

মানববন্ধনে বাংলাভাষী নাম দিয়ে ভারতের আসাম থেকে মুসলিম বিতাড়নের বিরুদ্ধে কূটনৈতিকভাবে জোরালো প্রতিবাদ জানানো; বাংলাদেশে অবস্থানরত ৫০ লাখ অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানো, চীন রাষ্ট্রীয়ভাবে মুসলিম নিপীড়নে আইন প্রণয়ন করায় বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বকে রাষ্ট্রীয়ভাবে তীব্র প্রতিবাদ জানানো, যানজট ও জনজট নিরসনে ঢাকার পরিবর্তে জেলা পর্যায়ে অফিস-আদালত, পোশাক কারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন কর্মক্ষেত্র বিকেন্দ্রীকরণ করার দাবি করেছে ওলামা লীগ।

প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে ওলামা লীগের সভাপতি পীরজাদা মাওলানা আখতার হুসাইন বুখারী, সেক্রেটারি মাওলানা আবুল হাসান শেখ শরীয়তপুরী, কার্যকরী সভাপতি হাফেজ মাওলানা আবদুস সাত্তার, মাওলানা শওকত আলী শেখ ছিলিমপুরী, লায়ন মাওলানা আবু বকর সিদ্দীক প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।