Thank you for trying Sticky AMP!!

‘সহিংসতার উদ্দেশ্যে’ ঢাবিতে এলেই ছাত্রদলকে প্রতিহত করা হবে: লেখক ভট্টাচার্য

ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য

‘সহিংসতার উদ্দেশ্যে’ ছাত্রদল যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে, তখনই তাদের প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য৷ তিনি বলেন, ছাত্রদল আবার তাদের পুরোনো রূপে ফিরে আসতে চায়৷ ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই তাদের প্রতিহত করে এসেছে, আগামীতেও করবে। অছাত্র-বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত করার সুযোগ সাধারণ শিক্ষার্থীরা দেবেন না৷

আজ বৃহস্পতিবার বিকেলে লেখক ভট্টাচার্য প্রথম আলোকে এসব কথা বলেন৷ এর আগে আজ দুপুরে রাজধানীর হাইকোর্ট এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। সেখানে ছাত্রলীগের এক কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে, ছোড়া হয়েছে গুলিও।

ছাত্রলীগের কর্মীর হাতে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়ে জানতে চাইলে লেখক ভট্টাচার্য সরাসরি কোনো উত্তর দেননি। উল্টো তিনি প্রথম আলোর কাছে দাবি করেন, আজকে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ছিল। তাঁরা হাইকোর্টের ভেতর থেকে সশস্ত্র অবস্থায় মিছিল শুরু করেছে। তিনি বলেন, ছাত্রদল আবার তাদের পুরোনো রূপে ফিরে আসতে চায়। ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবরই তাদের প্রতিহত করে এসেছে, আগামীতেও তা-ই করবে। অছাত্র-বহিরাগতদের নিয়ে এসে ক্যাম্পাসের পরিবেশ উত্তপ্ত করার সুযোগ সাধারণ শিক্ষার্থীরা দেবেন না৷

Also Read: ছাত্রলীগ-ছাত্রদলের পাল্টাপাল্টি ধাওয়া, গুলির শব্দ

যাঁদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হলো, তাঁদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা উচিত—বলেন লেখক। তিনি আরও বলেন, তাঁদের (আগ্নেয়াস্ত্র বহনকারীদের) মধ্যে কেউ শিক্ষার্থী হয়ে থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই৷

Also Read: ছাত্রলীগের হামলায় আহত ছাত্রদল কর্মী হাসপাতালে

লেখক ভট্টাচার্য বলেন, ‘আমরা কখনোই কোনো ছাত্রসংগঠনের শীর্ষ নেতাদের অস্ত্র হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখিনি৷ কিন্তু সম্প্রতি ছাত্রদলের নেতাদের এই ভূমিকায় দেখা যাচ্ছে৷ ইদানীং ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুর থেকে শুরু করে অছাত্র-বহিরাগতদের নিয়ে অস্ত্রশস্ত্রসহ ক্যাম্পাস অস্থিতিশীল করার অপকৌশল নিয়েছে। শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ রাখার স্বার্থে ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে ছাত্রদলকে প্রতিহত করেছে৷ তারা যাঁদের আহত বলে দাবি করছে, খোঁজ নিয়ে আমরা জেনেছি তাঁরা বহিরাগত ও সহিংসতায় অংশগ্রহণকারী৷ এখন থেকে সহিংসতার উদ্দেশ্যে ছাত্রদল যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসবে, তখনই তাদের প্রতিহত করা হবে।’

Also Read: ফের ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ

ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘গত ১২ বছরে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। এর ফলে শেখ হাসিনার স্থান প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ে৷ সুতরাং তাঁকে উদ্দেশ করে কেউ মানহানিকর ও অবমাননাকর কথা বললে শিক্ষার্থীরা তা মেনে নেবেন না৷ গত রোববার শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক (সাইফ মাহমুদ) বিতর্কিত বক্তব্য দেন। এরপর সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছিলেন, “ওই বক্তব্য প্রত্যাহার করে তিনি জাতির সামনে ক্ষমা প্রার্থনা করলে আমরা ভেবে দেখব।” কিন্তু তিনি তা করেননি।’

Also Read: সাংবাদিক পেটাল ছাত্রলীগ