Thank you for trying Sticky AMP!!

স্মার্ট ভালো, ওভার স্মার্টের দরকার নাই, নেতা-কর্মীদের বললেন যুবলীগ চেয়ারম্যান

ওমর ফারুক চৌধুরী

যুবলীগের নেতা-কর্মীদের ‘ওভার স্মার্ট’ না হওয়ার পরামর্শ দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। তিনি বলেছেন, স্মার্ট ভালো, ওভার স্মার্টের দরকার নাই। রাজধানীর উত্তরায় শুক্রবার যুবলীগের এক সম্মেলনে এসে নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘এত কারবারির দরকার নাই। স্মার্ট ভালো, ওভার স্মার্টের দরকার নাই। পানি ভালো, ওভার ওয়াটারের দরকার নাই। বেশি ওভার ওয়াটার হইয়ো না। বেশি শিক্ষিত দরকার নাই।’

আন্দোলনে একনিষ্ঠ ব্যক্তিদেরই কেবল যুবলীগে জায়গা হবে, এমন মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান বলেছেন, ‘এত তাত্ত্বিকের দরকার নাই। এত ফটর-ফটর করিও না। রাজনীতি সবার জন্য। সবাইকে এক করতে হবে। বলা হয়, ভালো ভালো ছেলে দেখে নিয়ো। ভালো কে, সেটাই তো বুঝলাম না। আন্দোলন-সংগ্রামে একনিষ্ঠতা যাদের আছে, তারা যুবলীগ করবে।’

নিজের ‘পরিবারের’ সঙ্গে সম্পর্ক যাঁরা বাড়াতে পারবেন, তাঁদেরই যুবলীগের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ওমর ফারুক চৌধুরী। তিনি বলেন, ‘সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, মাননীয় সংসদ সদস্যের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। জনগণের সঙ্গে, ছাত্রলীগের সঙ্গে, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ—সবার সঙ্গে সম্পর্ক রাখতে হবে। নিজের পরিবারের সঙ্গে সম্পর্ক যে যত বেশি বাড়াতে পারবেন, দায়িত্ব তাঁরা নেন।’

গত বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমালোচনা করলেও শুক্রবারের সম্মেলনে অন্য সুরে কথা বলেছেন ওমর ফারুক চৌধুরী। যুবলীগের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘বিএনপির আগুন সন্ত্রাসী, হেফাজতের আন্দোলন থেকে শুরু করে বাসে-ট্রাকে পেট্রলবোমা দিয়ে মানুষ মারা, হোলি আর্টিজানের হামলার কথা মনে নাই? এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের স্যালুট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারণে আমরা মিটিং করতে পারছি, সভা-সমাবেশ করতে পারছি।’

এর আগে সম্মেলনে উপস্থিত নেতা–কর্মীদের প্রতি ক্ষোভ প্রকাশ করতেও দেখা যায় ওমর ফারুক চৌধুরীকে। বক্তব্য শুরুর আগে কয়েকজন নেতা–কর্মীর উদ্দেশে তিনি বলেন, ‘ঢোল-বাদ্য বাজাবে না। এটা গরুর হাট না। স্লোগান দেবে না। প্ল্যাকার্ড নামাও। যার নাম প্ল্যাকার্ডে আছে, সে যেন যুবলীগ করতে না পারে।’