মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী যুবদল। আজ বৃহস্পতিবার বিকেল
মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে জাতীয়তাবাদী যুবদল। আজ বৃহস্পতিবার বিকেল

আধা ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করল যুবদল

সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে জাতীয়তাবাদী যুবদল। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শাহবাগ মোড় অবরোধ করে সংগঠনটি।

এদিকে যুবদলের বিক্ষোভ ঘিরে আগে থেকেই ব্যস্ততম মোড়টিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন অফিসফেরত লোকজন। প্রায় আধা ঘণ্টা পর নেতা-কর্মীরা মোড় ছেড়ে গেলে যান চলাচল শুরু হয়।

এর আগে বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে যুবদল। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

এরপর বিকেল পাঁচটার দিকে কয়েক হাজার নেতা-কর্মী বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে নেতৃত্ব দেন যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ যুবদলের কেন্দ্রীয় নেতারা।

মিছিলে যুবদল নেতারা ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জামায়াতের কালো হাত, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার’, ‘একটা-দুইটা শিবির ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা-দুইটা জামায়াত ধর, ধইরা ধইরা নাশতা কর’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিলটি নয়াপল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, পুরানা পল্টন, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন হয়ে শাহবাগ মোড়ে এসে শেষ হয়।

এদিকে যুবদলের মিছিলকে কেন্দ্র করে আগে থেকেই শাহবাগমুখী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে বিপাকে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যা ছয়টার দিকে যুবদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ের অবস্থান পুরোপুরি ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।