জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের

প্রতিদিন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না: জি এম কাদের

গত এক সপ্তাহে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় ১২২ জনের মৃত্যুতে গভীর উদ্বেগ জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা জি এম কাদের। তিনি বলেছেন, সড়কে মৃত্যুর মিছিল কমছেই না।

জি এম কাদের উল্লেখ করেন, ৮ থেকে ১৪ এপ্রিল ৭ দিনে ১১৭টি সড়ক দুর্ঘটনায় ১২২ জন মারা গেছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৯৫ জন। প্রতিদিন এমন দুর্ঘটনার সংবাদ মেনে নেওয়া যায় না।

আজ শুক্রবার ফরিদপুরের কানাইপুর ও ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর ঘটনায় এক বিবৃতিতে জি এম কাদের এসব কথা বলেন।

বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জি এম কাদের বলেন, প্রতিদিনই সড়কে প্রাণ যাচ্ছে, কিন্তু কোনো প্রতিকার নেই। সড়কে প্রতিদিনের অপমৃত্যু যেন স্বাভাবিক ঘটনা। প্রতিটি ঘটনার তদন্ত করে দুর্ঘটনার কারণ প্রকাশ করতে হবে এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সড়ক ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

জি এম কাদের সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি পরিবারে যৌক্তিক ক্ষতিপূরণ দেওয়া এবং আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান।