Thank you for trying Sticky AMP!!

রওশন এরশাদের সঙ্গে দেখা করলেন জি এম কাদের

রওশন এরশাদ ও জি এম কাদের

জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে দেখা করেছেন দলটির চেয়ারম্যান জি এম কাদের। দল পরিচালনা ও আসন্ন নির্বাচন নিয়ে দুই নেতার টানাপোড়েনের মধ্যেই গতকাল শনিবার রওশনের সঙ্গে দেখা করতে যান জি এম কাদের।

জাপা সূত্রে জানা গেছে, জাপা চেয়ারম্যান শনিবার রাত পৌনে নয়টার দিকে সংসদের বিরোধীদলীয় নেতা ও জাপার প্রধান পৃষ্ঠপোষকের গুলশানের বাসায় যান। তাঁরা দুজন পারিবারিকভাবে বৈঠক করেন। সেখানে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তাঁদের মধ্যে আলোচনা হয়।

জাপার দুই নেতার বৈঠকের সময় আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্, বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুুনূর রশিদ ও রাহগির আলমাহি এরশাদ (সাদ এরশাদ)।

জাপা সূত্র জানায়, দুই নেতার মধ্যে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক চলে। জি এম কাদের একাই কথা বলেন রওশন এরশাদের সঙ্গে। বৈঠক শেষে রাত ১০টার দিকে রওশন এরশাদের বাসভবন থেকে বের হয়ে যান জি এম কাদের।

Also Read: ঢাকার দুই আসনের মনোনয়নপত্র নিলেন জি এম কাদের ও তাঁর স্ত্রী

Also Read: জাপার মনোনয়ন ফরম চেয়েছেন রওশন, কিন্তু সংগ্রহ করেননি: মুজিবুল হক