
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেন। এর আগে সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন।
শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্রদলের নেতা-কর্মীরা ‘কি করো ইন্টেরিম, হয়ে গেল নয় দিন’, ‘বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে’, ‘নয় মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ’, ‘নয় দিন হয়ে গেল, কেউ কিছু জানে না’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা’, ‘বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’ প্রভৃতি স্লোগান দেন।
শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর পূর্বসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা গেছে।
ইন্টারকন্টিনেন্টাল মোড়ে রাজধানীর সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর পশ্চিমসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।
অবস্থানরত ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, আজ বিকেল পাঁচটা পর্যন্ত তাঁদের এই কর্মসূচি চলবে।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘অবিলম্বে খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন রাকিবুল ইসলাম। তিনি বলেন, দেশে গত ৯ মাসে একের পর এক এমন হত্যাকাণ্ড ঘটছে। সাম্য হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃশ্যমান শাস্তি নিশ্চিতে বিলম্ব হলে ছাত্রদল আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
ছাত্রদলের নেতা-কর্মীদের অবস্থান ও বিক্ষোভের কারণে সকাল ১০টা থেকে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়-সংশ্লিষ্ট সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্ত্রীকে চিকিৎসক দেখাতে এসেছিলেন চাঁদপুরের নবীর হোসেন। কাজ শেষে সদরঘাট লঞ্চ টার্মিনালে যাবেন। কিন্তু শাহবাগ এলাকায় কোনো যানবাহন পাচ্ছিলেন না তিনি। নবীর হোসেন বলেন, ‘এখন তো রিকশা নিয়ে শাহবাগ থেকে সদরঘাট যেতে পারব না। হেঁটেই যেতে হবে।’
তীব্র যানজটের কারণে হেঁটে আসাদগেট থেকে শাহবাগ পর্যন্ত এসেছেন মুন্সিগঞ্জের শ্যামল বিশ্বাস। তিনি বলেন, আজ সকালে জরুরি কাজে শাহবাগ হয়ে বাসে শ্যামলী গিয়েছিলেন। কিন্তু ফিরতি পথে মিরপুর সড়কে তীব্র যানজট থাকায় আসাদগেট থেকে হেঁটে আসতে হয়েছে।
শ্যামল বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘শাহবাগ অবরোধের কথা আগে থেকে জানতাম না। ঢাকার রাস্তা ভালোভাবে চিনিও না। তাই কোন পথে গেলে সহজ হবে, বুঝতে পারছি না। এখন হেঁটে গুলিস্তান গিয়ে এরপর বাস ধরব।’
গতকাল বুধবার এক বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ এবং হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেপ্তার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে আজ সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করবেন সংগঠনের নেতা-কর্মীরা।