Thank you for trying Sticky AMP!!

বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান। আজ রোববার বেলা ১১টার দিকে।

বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

পাঁচ দফায় অবরোধ কর্মসূচির পর এখন বিএনপির ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনেও আজ রোববার ঢাকার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই পাশে পুলিশের অবস্থান রয়েছে।

আজ বেলা সোয়া ১১টার দিকে নয়াপল্টনে গিয়ে দেখা যায়, বিএনপির কার্যালয়ের ফটকে তালা ঝুলছে।

কার্যালয়টির সামনে দুপাশে অবস্থান নিয়ে আছে পুলিশ। বিএনপির কোনো নেতা-কর্মী কার্যালয়ে আসেননি।

নয়াপল্টনে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কার্যালয়টির আশপাশে হরতালের সমর্থনে বিএনপির কোনো মিছিলও হয়নি।

গত ২৮ অক্টোবর হামলা-সংঘাতের মধ্যে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান দেখা গেছে। তবে পুলিশ বিএনপির কার্যালয়ে তালা দেয়নি বলে সম্প্রতি জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে।

Also Read: বিএনপি কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে, বললেন ডিএমপি কমিশনার

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের এক দফা দাবিতে বিএনপি তাদের মহাসমাবেশ পণ্ড হওয়ার পর পাঁচ দফা অবরোধ কর্মসূচি পালন করেছে। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার পর এর বিরুদ্ধে বিএনপি আজ থেকে দুই দিনের হরতাল কর্মসূচি পালন করছে।