সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে
সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে

মৌলিক সংস্কারের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে একাত্ম হওয়ার আহ্বান এনসিপির

মৌলিক সংস্কারের প্রশ্নে একাত্ম হতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখব, জনগণের মতামতকে বুঝে জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশে যাতে আর কখনো কোনোভাবেই কোনো স্বৈরাতান্ত্রিক শাসনকাঠামো প্রতিষ্ঠিত হতে না পারে, সে জন্য মৌলিক সংস্কারের পক্ষে তারা যেন একাত্ম হন।’

আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে এ আহ্বান জানান আখতার হোসেন। সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে এদিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনের আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচ্যসূচির মধ্যে ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচনপ্রক্রিয়া এবং উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা।

বিএনপি ও সমমনা কয়েকটি দলের কারণে মৌলিক সংস্কার আটকে আছে বলে অভিযোগ করেন আখতার হোসেন। তিনি বলেন, ‘মানুষের রক্তের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে, সেখানে নতুন করে কোনো একটি সরকার এসে নির্বাচন কমিশন, দুদক, পিএসসিসহ অন্যান্য সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, এসব প্রতিষ্ঠানে মর্জিমতো দলান্ধ ব্যক্তিদের নিয়োগ দেবে, ইচ্ছেমতো প্রতিষ্ঠানগুলোকে ব্যাবহার করবে, বিরোধী মতকে দমন করবে, সরকারের জবাবদিহির জায়গাকে নিশ্চিত হতে দেবে না—এমন পরিস্থিতি যারা তৈরি করতে চাচ্ছে, তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই, তাদের সঙ্গে আপামর জনতা কোনোভাবে একাত্ম হতে পারে না।’

সংস্কারের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি সবচেয়ে বেশি আন্তরিক বলে উল্লেখ করেন আখতার হোসেন। তিনি বলেন, ‘জনগণের বৃহত্তর অংশ এই রুমের বাইরে অপেক্ষা করছে। তারা দেখছে কোন দল মৌলিক সংস্কার চাচ্ছে অথবা চাচ্ছে না।’

ঐকমত্য কমিশনের আলোচনায় সংস্কার নিয়ে দর–কষাকষি হচ্ছে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘রোববারের আলোচনায়ও মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে অনেক দূরে থাকতে হয়েছে। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির আলোচনায় বিএনপি ও গুটিকয় দলের বাধার কারণে ঐকমত্য গঠন করা সম্ভবপর হচ্ছে না।’