
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর ব্যয় নির্বাহের জন্য সাধারণ মানুষের কাছ থেকে ৪৬ লাখ ৯৩ হাজার টাকা 'ক্রাউড ফান্ডিং'য়ের মাধ্যমে সংগ্রহ করেছেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে আসা এই ৩১ বছর বয়সী চিকিৎসক হলফনামায় এ তথ্য জানিয়েছেন। তাসনিম জারার অস্থাবর সম্পদ ২২ লাখ ৩০ হাজার টাকা, কোনো স্থাবর সম্পদ নেই।