গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, এবারের নির্বাচনে ভোটারকে বিভ্রান্ত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর, পক্ষপাতমূলক, বিদ্বেষপূর্ণ, অশ্লীল ও কুরুচিপূর্ণ এবং মানহানিকর কোনো আধেয় বা কনটেন্ট তৈরি, প্রকাশ, প্রচার ও শেয়ার করা নিষিদ্ধ। রাজনৈতিক দল বা প্রার্থী যেমন এটা পারবেন না, তেমনি প্রার্থী বা প্রার্থীর পক্ষে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রেও তা নিষিদ্ধ। অবশ্য এই নিষিদ্ধ প্রচার নির্বিঘ্নে চলছে।