ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসীম উদ্দিন জানান, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হবে, তবে এখনো শঙ্কার কারণ নেই। শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তা ইস্যু নিয়ে দাবির পরিপ্রেক্ষিতে সেনা মোতায়েনের কথা বলা হয়েছিল। এর আগে আইএসপিআর জানায়, ডাকসু নির্বাচনে সেনা মোতায়েনের কোনো নির্দেশনা নেই।