জিয়াউর রহমানের মৃত্যুর পর বিএনপির হাল ধরে খালেদা জিয়া ১৯৯১ সালে নির্বাচনী রাজনীতিতে আসেন। কখনো কোনো আসনে না হারা এই নেত্রী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে প্রার্থী হচ্ছেন। এর মধ্যে প্রথম দুটি আসনে তিনি পূর্বেও নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি নতুন এলাকা হিসেবে নিজের জন্মস্থানকে বেছে নিয়েছেন। তাঁর ছেলে তারেক রহমানও এবার বগুড়া-৬ আসনে প্রথমবার নির্বাচনে দাঁড়াচ্ছেন।