জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর নির্বাচনী সমঝোতার আওতায় প্রার্থী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা মাহফুজ আলম। তিনি স্পষ্ট জানিয়েছেন, জামায়াতের সঙ্গে জোট হওয়ায় তিনি এই এনসিপির অংশ নন। মাহফুজ আলম বলেন, জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে তাঁর দীর্ঘদিনের নীতিগত অবস্থান ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এনসিপির অনেক নেতা এই জোটের তীব্র বিরোধিতা করেছেন।