
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মতো তারাও সুষ্ঠু নির্বাচন চান—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের প্রার্থী ও নৌকার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতাকে সুষ্ঠু নির্বাচন বলছে আওয়ামী লীগ।
আজ বৃহস্পতিবার এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে রুহুল কবির এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের অংশগ্রহণ না, সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের কথা বলেছে ইইউ। কোনো প্রতিদ্বন্দ্বী না পেয়ে একজন আওয়ামী লীগের প্রার্থী ও একজন নৌকার প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং সুষ্ঠু নির্বাচন হবে। এটাকে আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন বলছে। এ জন্য সবাইকে মনোনয়নপত্র জমা দিতে বলেছে। এটা প্রতারণা ও ভণ্ডামি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে শিষ্টাচার মেনে চলতে বলেছেন। এ কথা কি কোনো রাষ্ট্রদূতকে বলা যায়? আপনারা জনগণ, বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে কী শিষ্টাচার করছেন?’
মার্কিন রাষ্ট্রদূতকে আওয়ামী লীগের বিভিন্ন নেতা–কর্মী শারীরিকভাবে আক্রমণের হুমকি দিচ্ছেন উল্লেখ করে রুহুল কবির বলেন, এতে কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এটা কোন ধরনের শিষ্টাচারের মধ্যে পড়ে, সে প্রশ্নও তোলেন।