বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে দলীয় নেতা–কর্মী–সমর্থক ও গণমাধ্যমকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমান। গতকাল দুপুরে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবরে দলীয় নেতা–কর্মী–সমর্থক ও গণমাধ্যমকর্মীরা রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় জমান। গতকাল দুপুরে।

খালেদা জিয়া কথা বলেছেন, তবে সংকট কাটেনি

গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিন দিন পর সামান্য কথা বলেছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত বুধ, বৃহস্পতি ও শুক্রবারের চেয়ে গতকাল সামান্য উন্নতি দেখা গেছে। তবে সামগ্রিক সংকট কাটেনি। বিশেষত কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাঁকে টানা চার দিন ডায়ালাইসিস করতে হয়েছে। চিকিৎসকেরা পরিস্থিতিকে এখনো ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করছেন।