মির্জা ফখরুল ইসলাম আলমগীর; আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর; আজ শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া যাচ্ছে না: ফখরুল

অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার প্রস্তুতি থাকলেও শারীরিক দুর্বলতার কারণে তা এখনই সম্ভব নয় বলে জানিয়েছেন মির্জা ফখরুল। গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, শারীরিক অবস্থা স্থিতিশীল হলে বিদেশে নেওয়ার বিষয়ে চিন্তা করা হবে। এর আগে তারেক রহমানের উপদেষ্টা খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনার কথা জানান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিবিড়ভাবে কাজ করছেন।