
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে সমর্থন করা দেশপ্রেমের অংশ। তিনি বলেছেন, রাজনৈতিক আন্দোলনের নামে বিএনপি দেশে প্রহসনের মেগা সিরিয়াল ও রাজনৈতিক উপহাসের নতুন নতুন উপমা তৈরি করছে। এটিকে তারা গণ–আন্দোলন বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু বিএনপির আন্দোলন গণমানুষের কোনো আন্দোলন নয়, এটি একটি দলীয় আন্দোলন।
আজ সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক ছাত্র সমাবেশে সাদ্দাম হোসেন এসব কথা বলেন। ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে ‘স্মার্ট বাংলাদেশ প্রজন্মের স্বপ্ন, স্মার্ট বাংলাদেশ ছাত্রসমাজের রায়’ শীর্ষক এই ছাত্র সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সমাবেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ১৯৭০ সালের নির্বাচনে ছয় দফার প্রশ্নে ঐকমত্য তৈরি হয়েছিল। সেই নির্বাচনের মধ্য দিয়ে দেশের জনগণ স্বাধীনতার প্রশ্ন ফয়সালা করেছিলেন। ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্মার্ট বাংলাদেশ ফয়সালা করার রায়। দেশরত্ন শেখ হাসিনাকে সমর্থন করা দেশপ্রেমের অংশ। লাখো শহীদের স্বপ্ন পূরণ এবং জনগণের মুক্তি ও বিজয়ের জন্য শেখ হাসিনাকে বিজয়ী করার শপথ শিক্ষার্থীদের নিতে হবে।
ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আমাদের স্বপ্নকে ছিনিয়ে নেওয়ার জন্য খুনিরা এখনো ওত পেতে আছে। আমাদের ভবিষ্যৎকে হত্যা করার জন্য খুনিরা এখনো সংগঠিত হওয়ার চেষ্টা করছে। আমাদের বাবা-মায়ের স্বপ্নকে টার্গেট করে আজকে দেশে আবারও হত্যালীলা প্রতিষ্ঠার জন্য খুনিরা প্রস্তুত হওয়ার চেষ্টা করছে৷ এই অশুভ শক্তির পরাজয় নিশ্চিত করতে ছাত্রসমাজকে শপথ নিতে হবে।’
স্মার্ট বাংলাদেশের প্রশ্নে দেশে বৃহত্তর ছাত্র ঐক্য গড়ে উঠেছে বলে দাবি করেন সাদ্দাম হোসেন৷ তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশকে রাজনৈতিকভাবে বিজয়ী করার জন্য আগামী দিনে দেশব্যাপী আমরা ছাত্র সমাবেশ, কনসার্ট, প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং স্মার্ট বাংলাদেশ অলিম্পিয়াডের আয়োজন করব। সেসব কর্মসূচির শুভ উদ্বোধন আজকে শাহবাগের এই ছাত্র সমাবেশ। স্বপ্নকে তাড়া করার জন্য যখন আমরা সমবেত হয়েছি, তখন সেই স্বপ্নকে ধূলিসাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরাও প্রস্তুত রয়েছে। এ কারণে আমাদের আগামী দিনের সংগ্রাম হচ্ছে আমাদের স্বপ্নকে নিরাপদ রাখার সংগ্রাম। একই সঙ্গে ষড়যন্ত্রকারীদের ধূলিসাৎ করে দেওয়ার সংগ্রাম।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফের সঞ্চালনায় ছাত্র সমাবেশে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি রাজিবুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এর আগে বেলা সোয়া ১১টা থেকে শাহবাগে অবস্থান নেয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের এই কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন ইউনিটের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।