জাতীয় প্রেসক্লাবে আমার এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
জাতীয় প্রেসক্লাবে আমার এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি

রাজনৈতিক পক্ষগুলোর ন্যূনতম ঐকমত্যে আসা দরকার: জোনায়েদ সাকি

গণতান্ত্রিক বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক পক্ষগুলোর ন্যূনতম ঐকমত্যে আসা দরকার বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেন, সংস্কার ও নির্বাচনপ্রক্রিয়ার মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ রয়েছে। সে জন্য পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলোর ন্যূনতম ঐকমত্যে আসা দরকার।

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিনি।  

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে। তবে যেসব জায়গায় ঐক্য আছে, সেটি সংহত রেখেই আমরা যাতে দ্বিমতের জায়গায় লড়াই করি। দ্বিমত নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার।’

পদ্ধতিগত জায়গা গ্রহণ করতে পারলে আগামী নির্বাচন কখন হবে, এই নিয়ে বিতর্কের অবসান ঘটবে বলে মনে করেন সাকি। অন্তর্বর্তী সরকার সংস্কার এবং নির্বাচনের দ্রুত রোডম্যাপ দিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারী চৌধুরী, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ বক্তব্য দেন।