অভিমত

পাল্টাপাল্টি কর্মসূচি অগণতান্ত্রিক

শিক্ষাবিদ ও লেখক সিরাজুল ইসলাম চৌধুরী
ছবি : প্রথম আলো

পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়া ঠিক নয়। এটা হওয়া উচিত নয়।

রাজনৈতিক দলগুলো প্রত্যেকে তাদের নিজ নিজ কর্মসূচি দেবে। মানুষ ঠিক করবে কোন কর্মসূচিটা তারা গ্রহণ করবে। এটাই গণতন্ত্রের নিয়ম।

আমি মনে করি, পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়াটা অগণতান্ত্রিক। পরস্পরের প্রতি সহনশীল হওয়া প্রয়োজন।

প্রত্যেকের স্বাধীনতা থাকবে তাদের নিজের কর্মসূচি পালনের। এটা অধিকার। কিন্তু পাল্টাপাল্টি কর্মসূচি যখন দেওয়া হয়, তখন সহনশীলতার পরিবেশ নষ্ট হয়।

আমাদের দেশে সহনশীলতার অভাব রয়েছে। এখানে আক্রমণ প্রতি–আক্রমণের ঘটনা ঘটে। এই পরিস্থিতি হচ্ছে সহনশীলতার অভাবের কারণে।

প্রত্যেকে তাদের কর্মসূচি নিজেদের মতো করে পালন করবে। একে অন্যকে বাধা দেবে না। এটাই সহনশীল পরিবেশ, এটাই গণতন্ত্র।

পাল্টাপাল্টি কর্মসূচি যা চলছে, এটা যদি চলতে থাকে, তাহলে কোন পর্যায়ে গিয়ে সংঘর্ষে রূপ নেবে, এটা আমরা বলতে পারি না। কারণ, রাজনৈতিক কর্মীদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন।

সংঘর্ষ বা সংঘাতের দিকে যাতে না যায়, সে জন্য এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে। এখনই সতর্ক হতে হবে।