ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতার হলফনামা প্রকাশ করেছে ইসি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ২০২৫-২৬ করবর্ষে আয় ৬ লাখ ৭৬ হাজার টাকা, মোট সম্পদ প্রায় ১ কোটি ৯৭ লাখ। তার বিরুদ্ধে থাকা ৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে, বর্তমান সরকার আমলে ৪২টিতে খালাস পান। জামায়াতের আমির শফিকুর রহমানের আয় ৩ লাখ ৬০ হাজার টাকা, সম্পদ প্রায় দেড় কোটি। তার ৩৪টি মামলার মধ্যে দুটি স্থগিত ও বাকিগুলো নিষ্পত্তি হয়েছে।