ন্যায়বিচার পাওয়া থেকে জনগণকে কেউ বঞ্চিত করতে পারবে না: জাতীয় মুক্তি কাউন্সিল

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা পাকিস্তানি বাহিনীর গণহত্যার দোসর ছিল, তাদের বিচারের দাবি জনগণের ভিতরে জাগ্রত থাকবে। ঠিক একইভাবে জুলাই-আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবি জাগ্রত আছে। ন্যায়বিচার পাওয়া থেকে জনগণকে কেউ বঞ্চিত করতে পারবে না।

বুধবার এক বিবৃতিতে এসব কথা বলেন ফয়জুল হাকিম। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দেওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, যেসব কারণ উল্লেখ করে উচ্চ আদালত এই রায় দিয়েছেন, তাতে অভিযুক্ত ব্যক্তি মামলা থেকে খালাস পেতে পারেন না। তাই এই রায়ে ন্যায়বিচারও প্রতিষ্ঠিত হয়নি।

জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক বলেন, বরং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ অ্যাফিলেট ডিভিশনের দেওয়া আগের রায় বাতিল করে মামলাটি পুনরায় শুরু করা যথাযথ ছিল। এর মধ্য দিয়ে অভিযুক্ত ব্যক্তির ন্যায়বিচার পাওয়ার অধিকারের পথ উন্মুক্ত হতো।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালে জুলাই- আগস্টে শেখ হাসিনা সরকার যে গণহত্যা চালিয়েছিল এবং বিগত ১৬ বছরে গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধ করেছিল, তার বিরুদ্ধে বর্তমানে যে বিচার প্রক্রিয়া জারি আছে, তার পরিনতি নিয়ে জনমনে অনাস্থা তৈরিতে এই রায় ভূমিকা রাখবে।